মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, , ১৮ রবিউল সানি ১৪৪৬

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কবি কাউছার আলমের বিশেষ কবিতা

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কবি কাউছার আলমের বিশেষ কবিতা

 

স্বাধীনতা কী?

 

স্বাধীনতা মানে ২৬ শে মার্চ

স্বাধীনতা মানে বীর বাঙালির বিজয় উল্লাস।

স্বাধীনতা মানে আত্মার প্রশান্তি

মনের ভাব স্বাধীনভাবে প্রকাশ।

স্বাধীনতা মানে অন্যের গোলামী

থেকে জাতির অবকাশ।

স্বাধীনতা মানে কারারুদ্ধ

জীবন থেকে মুক্ত বিহঙ্গে ফিরে আসা, 

স্বাধীনতা মানে অন্যায় কাজ থেকে

নিজেকে বাঁচিয়ে রাখা।

স্বাধীনতা মানে অন্যের অধিকারে 

হস্তক্ষেপ না করা।

স্বাধীনতা মানে অধিকার আদায়ে

বদ্ধপরিকর হওয়া।

স্বাধীনতা মানে অন্যের রক্তচক্ষু উপেক্ষা করে,

সত্য প্রতিষ্ঠার সংগ্রাম করা।