বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬,

শিরোনাম :
  • অস্ত্রধারী সন্ত্রাসীদের হামলায় আহত জামায়াত নেতা কে দেখতে হাসপাতালে কাজী দ্বীন মোহাম্মদ ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও সমাজকর্মীর করণীয় শীর্ষক কর্মশালা একটি ইজিবাইক ও  অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী উদ্ধার করে বিজিবি ১০ বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও আঞ্চলিক রাজনীতি নিয়ে বাইউস্টে সেমিনার নির্বাচন ঘিরে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ‌‘জরুরি নির্দেশনা’ দিলো মাউশি আওয়ামী লীগের নেতা থেকে হয়ে গেলেন জামায়াতের ওয়ার্ড আমির আওয়ামী লীগের মতই জঘন্য কাজ করছে জামায়াত : কায়কোবাদ কুমিল্লা মেডিকেল কলেজে একাডেমিক কার্যক্রম স্থগিত করে সন্ধানীর ব্যানারে বিএনপির দলীয় কর্মসূচির অভিযোগ জমি নিয়ে বিরোধের জেরে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ জকসুতেও ছাত্রদলের ভরাডুবি, কীভাবে হজম করবেন তারেক রহমান?
  • কুমিল্লার বাহারকে এক লাখ টাকা জরিমানা

    কুমিল্লার বাহারকে এক লাখ টাকা জরিমানা

    আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সশরীরে ইসিতে হাজির হয়ে ব্যাখ্যা দিয়েছেন কুমিল্লা-৬ আসনের নৌকা প্রতীকের প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহার। এ সময় তাকে এক লাখ টাকা জরিমানা করেছে নির্বাচন কমিশন।

    বুধবার (২৭ ডিসেম্বর) নির্বাচন ভবনে শুনানি শেষে এ রায় দেন সিইসি কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন। শুনানি শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। সিইসির সাথে শুনানি করেন নির্বাচন কমিশনার মো. আলমগীর ও মো. আনিছুর রহমান। 

    তিনি জানান, আগামী তিন দিনের মধ্যে ট্রেজারি চালানের মাধ্যমে জরিমানার অর্থ রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাতে হবে। পরবর্তী সময়ে রিটার্নিং কর্মকর্তা তা ইসিকে অবহিত করবেন। এর আগে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে বাহারের প্রার্থিতা কেন বাতিল করা হবে না এ মর্মে  ব্যাখ্যা চেয়ে তাকে তলব করে কমিশন।

    বুধবার বিকাল ৩টার পর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে হাজির হয়ে নিজের পক্ষে ব্যাখ্যা দেন এমপি বাহার। শুনানি শেষে সাংবাদিকদের তিনি বলেন, আচরণবিধি ভঙ্গের যে দুটো অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে, তার মধ্যে একটি অনভিপ্রেত। আর অন্য অভিযোগের জন্য আমি দুঃখ প্রকাশ করেছি। আশা করছি আমার প্রার্থিতা বাতিল হবে না।

    এর আগে সকাল থেকেই গুঞ্জন উঠে আজ বাহারের প্রার্থিতা বাতিল হতে পারে। সকাল থেকে কুমিল্লা নগরীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন দেখে এমনটিই আলোচনা চলছিলো। অবশ্য বিষয়টি অস্বীকার করে পুলিশ সুপার আব্দুল মান্নান জানান এটি পুলিশের রুটিন দায়িত্ব। প্রসঙ্গত গত ১৮ ডিসেম্বর বিএনপি-জামায়াত সমর্থকদের হাত-পা ভেঙ্গে দেয়ার হুমকি ও ১৯ ডিসেম্বর দুই সাংবাদিকে মারধরের অভিযোগ ওঠে বাহারের বিরুদ্ধে। এসব ঘটনায় বারবার জাতীয় গণমাধ্যমগুলোর শিরোনাম হয়েছেন তিনি। অবশ্য বরাবরই অভিযোগ অস্বীকার করে আসছেন।


    add