উত্তপ্ত চান্দিনার রাজনীতি।। প্রাণ গোপাল-টিটু পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২৬ ডিসেম্বর, ২০২৩ ১৯:১৭ পি এম
অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত কুমিল্লা-৭ (চান্দিনা)আসনের রাজনৈতিক মাঠ। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় নির্বাচন ঘিরে আওয়ামী লীগ সমর্থিত নৌকার প্রার্থী ডা.প্রাণ গোপাল দত্ত ও ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুনতাকিম আশরাফ টিটো সমর্থকদের সাথে প্রায় প্রতিদিনই হচ্ছে সংঘর্ষ। সর্বশেষ ২৫ ডিসেম্বর চান্দিনা উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগের আহ্বায়ক জহিরুল ইসলাম মুন্সীকে কুপিয়ে আহত করার অভিযোগ ওঠেছে প্রাণ গোপাল সমর্থকদের বিরুদ্ধে। সেদিন রাতেই ফেসবুক লাইভে এ ঘটনার জন্য এমপি প্রাণ গোপাল দত্তকে দায়ী করেন টিুট। এ সময় তিনি বিগত সব হামলার বিচার না হলে নির্বাচনী প্রচারণা থেকে বিরত থাকবেন বলে জানান। এরই রেশ ধরে মঙ্গলবার (২৬ ডিসেম্বর)দুই ঘণ্টার ব্যবধানে সংবাদ সম্মেলন করেন দুই প্রার্থী। বেলা ১১টায় সংবাদ সম্মেলনে প্রয়াত অধ্যাপক আলী আশরাফের ছেলে মোন্তাকিম আশরাফ টিটু বলেন,তার জনপ্রিয়তায় ভীত হয়ে তাকে নির্বাচন থেকে হটানোর চেষ্টা চলছে। এরই ধারাবাহিকতায় সোমবার (২৫ ডিসেম্বর)উপজেলার গজারিয়া এলাকায় তার সমর্থকদের ওপর হামলা চালায় নৌকা সমর্থকরা। এতে আহত হন উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক জহিরুল ইসলাম মুন্সীসহ কমপক্ষে ১০ নেতাকর্মী। বলেন,চান্দিনার ইতিহাসে এমন সন্ত্রাসী ঘটনা আর ঘটেনি। তিনি প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনেন।
অপরদিকে দুপুর ১টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে অপর সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও সংসদ সদস্য ডা.প্রাণ গোপাল দত্ত বলেন, ১৯৭৩ পরবর্তী কোনো নির্বাচনেই এবারের মতো শান্তিপূর্ণ পরিবেশ ছিলো না। অথচ পরাজয়ের ভয়ে মিথ্যাচার করছেন স্বতন্ত্র প্রার্থী টিটু। নিজেরা নৌকার সমর্থকদের ওপর হামলা করে উল্টো আমার ওপরই দোষ চাপাচ্ছেন। সোমবারের হামলার ঘটনাকেও সাজানো বলে দাবি করছেন তিনি। বলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলামকে কোপানোর তথ্য সঠিক নয়। তিনি গাড়ির কাঁচের আঘাতে আহত বলে শুনেছেন। তিনি অভিযোগ করেন টিটু চান্দিনার শান্তিপূর্ণ পরিবেশ অশান্ত করতে সন্ত্রাসীদের মাঠে নামিয়েছে।সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে।নিজে কখনও ছাত্রলীগ-যুবলীগ না করেও পারিবারিকভাবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদ নিয়ে বসে আছেন। তারপরও প্রয়াত অধ্যাপক আলী আশরাফের সন্মানে সব কিছু মেনে নিয়েছেন। তিনি তার বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করেন।
- অস্ত্রধারী সন্ত্রাসীদের হামলায় আহত জামায়াত নেতা কে দেখতে হাসপাতালে কাজী দ্বীন মোহাম্মদ
- ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও সমাজকর্মীর করণীয় শীর্ষক কর্মশালা
- একটি ইজিবাইক ও অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী উদ্ধার করে বিজিবি ১০
- বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও আঞ্চলিক রাজনীতি নিয়ে বাইউস্টে সেমিনার
- নির্বাচন ঘিরে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ‘জরুরি নির্দেশনা’ দিলো মাউশি
- আওয়ামী লীগের নেতা থেকে হয়ে গেলেন জামায়াতের ওয়ার্ড আমির
- আওয়ামী লীগের মতই জঘন্য কাজ করছে জামায়াত : কায়কোবাদ
- কুমিল্লা মেডিকেল কলেজে একাডেমিক কার্যক্রম স্থগিত করে সন্ধানীর ব্যানারে বিএনপির দলীয় কর্মসূচির অভিযোগ
- জমি নিয়ে বিরোধের জেরে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ
- জকসুতেও ছাত্রদলের ভরাডুবি, কীভাবে হজম করবেন তারেক রহমান?