বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬,

শিরোনাম :
  • অস্ত্রধারী সন্ত্রাসীদের হামলায় আহত জামায়াত নেতা কে দেখতে হাসপাতালে কাজী দ্বীন মোহাম্মদ ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও সমাজকর্মীর করণীয় শীর্ষক কর্মশালা একটি ইজিবাইক ও  অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী উদ্ধার করে বিজিবি ১০ বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও আঞ্চলিক রাজনীতি নিয়ে বাইউস্টে সেমিনার নির্বাচন ঘিরে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ‌‘জরুরি নির্দেশনা’ দিলো মাউশি আওয়ামী লীগের নেতা থেকে হয়ে গেলেন জামায়াতের ওয়ার্ড আমির আওয়ামী লীগের মতই জঘন্য কাজ করছে জামায়াত : কায়কোবাদ কুমিল্লা মেডিকেল কলেজে একাডেমিক কার্যক্রম স্থগিত করে সন্ধানীর ব্যানারে বিএনপির দলীয় কর্মসূচির অভিযোগ জমি নিয়ে বিরোধের জেরে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ জকসুতেও ছাত্রদলের ভরাডুবি, কীভাবে হজম করবেন তারেক রহমান?
  • কুমিল্লা-১০ (লাঙ্গলকোট–লালমাই): জামায়াত প্রার্থী ইয়াছিন আরাফাতের মনোনয়ন সংগ্রহ

    কুমিল্লা-১০ (লাঙ্গলকোট–লালমাই): জামায়াত প্রার্থী ইয়াছিন আরাফাতের মনোনয়ন সংগ্রহ
    কুমিল্লা মেইল

    মো. রাকিব হোসেন:

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ (লাঙ্গলকোট-লালমাই) আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা ইয়াছিন আরাফাত।

     

    বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টায় তিনি কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

     

     

    মনোনয়ন ফরম সংগ্রহ শেষে ইয়াছিন আরাফাত বলেন, একটি সমৃদ্ধ সমাজ গঠনের জন্য, জনগণের অধিকার আদায়ের জন্য যে লড়াই ও সংগ্রামের মধ্যে ছিলাম তার নতুন যাত্রা আজকে আবার শুরু হয়েছে। ইনশাআল্লাহ জনগণের ভোটাধিকার নিশ্চিত করে মানুষের অধিকার আদায়ে একটি সুন্দর রাষ্ট্র গঠনে আমরা সেই সমৃদ্ধির পথে এগিয়ে যাবো। দেশের জনগণ একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করছে। কুমিল্লা-১০ আসনের মানুষ ন্যায়বিচার, সুশাসন ও ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতির পক্ষে রায় দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

     

    এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এড. শাহজাহান, সহকারী সেক্রেটারি নাসির উদ্দিন মোল্লা, ছাত্রশিবির কুমিল্লা মহানগরী সভাপতি মু. হাসান আহমেদ, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামী অফিস সম্পাদক সাবেক চেয়ারম্যান গোলাম সারওয়ার কামাল মজুমদার, নাঙ্গলকোট উপজেলা আমীর মাও জামাল উদ্দিন, সেক্রেটারি নুরুল ইসলাম হাসান, নাঙ্গলকোট পৌর আমীর হারুন-উর-রশিদ, লালমাই উপজেলা সাবেক আমীর এইচ এম নুরুল্লাহ্, সেক্রেটারি মাওলানা ইমাম হোসাইন, পেরিয়া ইউনিয়ন সাবেক চেয়ারম্যান সাংবাদিক সহিদুল্লাহ্ মিয়াজী, রাইকোট ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মাওলানা জামাল আহমেদ, এড আনোয়ার হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।


    add