রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫,

শিরোনাম :
  • বাবরি মসজিদ নির্মাণের জন্য এক ব্যক্তি দিবেন ৮০ কোটি টাকা কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বাঁধনের পালাবদল: নতুন নেতৃত্বে মাহমুদা–সাফিন লালমাইতে উপজেলা শিক্ষক পরিবারের নামে শিক্ষকদের মতবিনিময় সভা, অবগত নয় মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিস আইএলটিএস এ অনন্য অবদানের জন্য "Star Performer -2025" পুরস্কারে ভূষিত হলো FM Method Cumilla. মহড়ার সময় ট্যাঙ্ক ডুবে ভারতীয় সেনা অফিসারের মর্মান্তিক মৃত্যু বেগম জিয়াকে লন্ডনে নিতে ঢাকায় আসছেন ডা. জোবাইদা রহমান খালেদাকে বহন করা এয়ার এম্বুলেন্সে থাকছে যে সব সুবিধা রায়ের পর ভূমিকম্প 'আল্লাহর গজব' বল্লেন শেখ হাসিনা কুমিল্লায় জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত জামায়াতের ওষুধ হলো আওয়ামী লীগ : মির্জা আব্বাস
  • নিরাপত্তা ও পেশাদারিত্ব নিয়ে গুরুতর প্রশ্নের মুখে সেনাবাহিনী

    মহড়ার সময় ট্যাঙ্ক ডুবে ভারতীয় সেনা অফিসারের মর্মান্তিক মৃত্যু

    মহড়ার সময় ট্যাঙ্ক ডুবে ভারতীয় সেনা অফিসারের মর্মান্তিক মৃত্যু
    ছবি সংগ্রহীত

    রুটিন সামরিক মহড়ার সময় এক ভয়াবহ দুর্ঘটনায় ভারতীয় এক সেনা অফিসারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। খাল পারাপারের অনুশীলনের সময় একটি ট্যাঙ্ক দ্রুত পানির নিচে ডুবে যাওয়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। এই ঘটনা ভারতীয় সেনাবাহিনীর মহড়াকালীন নিরাপত্তা ব্যবস্থা ও পেশাদারিত্বের গুরুতর অভাব নিয়ে প্রশ্ন তুলেছে। 
     

    ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন মতে, রাজস্থানের শ্রী গঙ্গানগর জেলার ইন্দিরা গান্ধী খালে ভারতীয় সেনাবাহিনীর একটি ইউনিটের নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে সাঁজোয়া যান নিয়ে খাল পারাপারের মহড়া চলছিল। ট্যাঙ্কে দুজন সেনা ছিলেন। খাল পারাপারের এক পর্যায়ে ট্যাঙ্কটি দ্রুত পানির নিচে ডুবে যেতে শুরু করে। দুজন সেনার মধ্যে একজন নিরাপদে বেরিয়ে আসতে পারলেও, অপরজন ট্যাঙ্কের ভেতরেই আটকে পড়েন এবং ডুবে যান। পরে দীর্ঘ উদ্ধার অভিযান শেষে তাঁর নিথর দেহ উদ্ধার করা হয়।
     

    উদ্ধারকারী দল দেরিতে পৌঁছানোর কারণে ওই সৈনিকের মৃতদেহ ঘটনাস্থল থেকে অনেকটা দূরে উদ্ধার করা হয় বলে জানা যায়।এই ঘটনায় সামরিক মহড়ার নিরাপত্তা প্রোটোকল ও জরুরি উদ্ধার ব্যবস্থার ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।
     

    ভারতীয় সেনাবাহিনীর অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন
     

    এই দুর্ঘটনা ভারতের সেনাবাহিনীর প্রশিক্ষণ পদ্ধতির মান এবং সুরক্ষা প্রোটোকল নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। প্রশ্ন উঠছে-
    পর্যাপ্ত প্রস্তুতি ছিল কিনা? মহড়ার জন্য খালের গভীরতা, স্রোত এবং ট্যাঙ্কের কারিগরি দিকগুলি কি সঠিকভাবে যাচাই করা হয়েছিল? দুর্ঘটনা ঘটার পর দ্রুত উদ্ধার তৎপরতার জন্য পর্যাপ্ত এবং বিশেষ সরঞ্জাম প্রস্তুত ছিল কি না।
     

    এদিকে, নিহত সেনার পরিচয় ও দুর্ঘটনার কারণ সম্পর্কে দেওয়া তথ্যের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠেছে। প্রাথমিকভাবে সেনা কর্তৃপক্ষ নিহত সেনাকে সাধারণ জওয়ান হিসেবে পরিচয় দিলেও কোনো কোনো গণমাধ্যমে অফিসার হিসেবে পরিচয় দেয়া হয়েছে।
     

    বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধরনের স্পর্শকাতর সামরিক মহড়ায় প্রশিক্ষণের প্রতিটি ধাপে সর্বোচ্চ পেশাদারিত্ব এবং নিরাপত্তা মান বজায় রাখা অত্যাবশ্যক। একটি অত্যাধুনিক সামরিক সরঞ্জাম এভাবে ডুবে যাওয়া এবং একজন প্রশিক্ষিত অফিসারের প্রাণহানি নিঃসন্দেহে মহড়া পরিচালনার গুরুতর ত্রুটির দিকে ইঙ্গিত করে।
     

    ভারতীয় সেনাবাহিনী এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে। তবে দেশটির সামরিক পরিবারগুলি আশা করছে, কেবল তদন্ত নয়, ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।


    add