চান্দিনায় স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় হামলার অভিযোগ নৌকা সমর্থকদের বিরুদ্ধে।। আহত ১৫
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২৩ ডিসেম্বর, ২০২৩ ০০:৪১ এএম
নিজস্ব প্রতিবেদক।। দ্বাদশ জাতীয় নির্বাচনে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুনতাকিম আশরাফ টিটুর ঈগল প্রতীকের কয়েকটি নির্বাচনী প্রচারণায় হামলা ও মাইক ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ সময় পৌর মেয়র শওকত ভূঁইয়ার ছেলে তানিমের গাড়ি ভাঙচুর এবং কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘননাও ঘটেছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ২ জনকে কুমিল্লা মেডিকেলে প্রেরণ করা হয়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর)রাতে সাংবাদিকেদের নিকট এ অভিযোগ করেন মুনতাকিম আশরাফ টিটু।এ ঘটনায় নৌকা প্রতীকের প্রার্থী ও এমপি ডা. প্রান গোপালকে দায়ী করেছেন তিনি।
জানান (শুক্রবার) বিকাল ৫টার দিকে চান্দিনা পৌরসভার হারং উচ্চ বিদ্যালয়ের সামনে তার সমর্থকরা প্রচারণায় গেলে উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ সদস্য শামীম হোসেনের নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা নৌকার স্লোগান দিয়ে তাদের ওপর হামলা চালায়।এ সময় তাদের পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়। এছাড়াও উপজেলার বরকইট ইউনিয়নের শ্রীমন্তপুর মসজিদের সামনে অপর একটি গণসংযোগে দলের কর্মী-সমর্থকদের ওপরও হামলা চালানো হয়।
পৃথক হামলার ঘটনায় স্বতন্ত্র প্রার্থীর আহত সমর্থকরা হলেন উপজেলা আওয়ামী লীগ যুগ্ম -সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান দুলু মাস্টার (৬২), তার ভাই আব্দুল মবিন (৫০), ছেলে নাজমুল হাসান রোমেল (৩৫), পৌর যুব লীগ সভাপতি জাকির হসেন সরকার (৪৩), পৌর ছাত্র লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আরাফাত (২০), উপজেলা ছাত্র লীগের সাবেক সহ -সভাপতি সালেহ মাহমুদ ভুইয়া লেনিন, পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাহমুদুল হাসান পাভেল, বরকইট ইউনিয়ন তাঁতী লীগ সভাপতি মো. জহিরুল ইসলাম ও যুবলীগ নেতা মোহাম্মদ আলী প্রমুখ।
কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ সদস্য শামীম হোসেন বলেন, চান্দিনা পৌর এলাকায় স্বতন্ত্র প্রার্থীর জন্য আমি একটি ফ্যাক্টর। তাই আমার অপপ্রচার ছড়াচ্ছে স্বতন্ত্র প্রার্থীর লোকজন। আমি বিকালে হারং এলাকায় ছিলাম না, এমপি ডা. প্রান গোপাল সাথে অন্যত্র ছিলাম।
চান্দিনা থানার ওসি আহমেদ সনজুর মোর্শেদ জানান, হামলার বিষয়টি তিনি শুনেছেন। খোঁজ নিয়ে বিস্তারিত জানাবেন।
অপরদিকে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী ডা. প্রান গোপাল হামলার বিষয়টি অস্বীকার করে বলেন। এগুলো সাজানো নাটক। তার নেতাকর্মীরা এ ঘটনায় জড়িত নয়।
- অস্ত্রধারী সন্ত্রাসীদের হামলায় আহত জামায়াত নেতা কে দেখতে হাসপাতালে কাজী দ্বীন মোহাম্মদ
- ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও সমাজকর্মীর করণীয় শীর্ষক কর্মশালা
- একটি ইজিবাইক ও অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী উদ্ধার করে বিজিবি ১০
- বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও আঞ্চলিক রাজনীতি নিয়ে বাইউস্টে সেমিনার
- নির্বাচন ঘিরে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ‘জরুরি নির্দেশনা’ দিলো মাউশি
- আওয়ামী লীগের নেতা থেকে হয়ে গেলেন জামায়াতের ওয়ার্ড আমির
- আওয়ামী লীগের মতই জঘন্য কাজ করছে জামায়াত : কায়কোবাদ
- কুমিল্লা মেডিকেল কলেজে একাডেমিক কার্যক্রম স্থগিত করে সন্ধানীর ব্যানারে বিএনপির দলীয় কর্মসূচির অভিযোগ
- জমি নিয়ে বিরোধের জেরে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ
- জকসুতেও ছাত্রদলের ভরাডুবি, কীভাবে হজম করবেন তারেক রহমান?