বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬,

শিরোনাম :
  • অস্ত্রধারী সন্ত্রাসীদের হামলায় আহত জামায়াত নেতা কে দেখতে হাসপাতালে কাজী দ্বীন মোহাম্মদ ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও সমাজকর্মীর করণীয় শীর্ষক কর্মশালা একটি ইজিবাইক ও  অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী উদ্ধার করে বিজিবি ১০ বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও আঞ্চলিক রাজনীতি নিয়ে বাইউস্টে সেমিনার নির্বাচন ঘিরে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ‌‘জরুরি নির্দেশনা’ দিলো মাউশি আওয়ামী লীগের নেতা থেকে হয়ে গেলেন জামায়াতের ওয়ার্ড আমির আওয়ামী লীগের মতই জঘন্য কাজ করছে জামায়াত : কায়কোবাদ কুমিল্লা মেডিকেল কলেজে একাডেমিক কার্যক্রম স্থগিত করে সন্ধানীর ব্যানারে বিএনপির দলীয় কর্মসূচির অভিযোগ জমি নিয়ে বিরোধের জেরে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ জকসুতেও ছাত্রদলের ভরাডুবি, কীভাবে হজম করবেন তারেক রহমান?
  • “বাহ্যিক জৌলুস নয়, অন্তরের সততাই সত্য পরিচয়”

    “বাহ্যিক জৌলুস নয়, অন্তরের সততাই সত্য পরিচয়”
    ছবি প্রতীকী

    ডেস্ক : কলাম 

    বিশ্বের অদৃশ্য নকশায় যেন সর্বদাই এক অব্যক্ত সত্য লুকানো থাকে বাহ্যিক চাকচিক্য যতই চোখ ধাঁধাক, মানুষের প্রকৃত মূল্য লুকিয়ে থাকে তার অন্তরের মাটিতে। সভ্যতার জাঁকজমক, মর্যাদার অলংকার, উচ্চপদস্থ পরিচয়ের বাহার সবই মূলত সমাজ নামের বিশাল নাট্যমঞ্চের সাজসজ্জা; যেখানে মানুষ নিজের মুখোশ তুলে ধরে, আর দর্শকরা তাতে বিশ্বাস করতে শিখে যায়। অথচ গভীর স্তরে নীরবে লুকিয়ে থাকে সেই অপরিহার্য প্রশ্ন: আসল পরিচয় কোথায়? কী দিয়ে পরিমাপ হবে সত্যিকার মানবিকতা? যেমন গামছায় সেলাই নেই বলে তা লুঙ্গি হয় না, তেমনি তোষামোদ আর কৃত্রিম ক্ষমতার প্রদর্শনী কখনো নেতৃত্বে রূপ নেয় না। সরলতার ভাঁজ, উপযোগিতার বুনন এসবই গামছাকে তার প্রকৃত কাজে অর্থবহ করে তোলে; আর সেই গামছার মতোই সমাজে আছেন এমন মানুষ, যারা প্রচারহীন, পদবীহীন, তবুও প্রয়োজনের মুহূর্তে অকৃত্রিম উপকারে জীবনের ওজন বহন করেন।

    বিপরীতে দাঁড়িয়ে থাকে আরেক দৃষ্টি ক্ষমতার চারপাশে জমে থাকা চামচাদের উপস্থিতি। তারা নেতৃত্বের গুণ নয়, বরং নেতৃত্বের আলোয় নিজেদের উষ্ণতা পেতে ব্যস্ত। তাদের কথায় সৎ সাহস নেই, কাজে কোনও নৈতিক দৃঢ়তা নেই; আছে শুধু তোষণের রঙিন অভিধান। ফলে তারা নেতা নয়, নেতৃত্বের ছায়াকে ব্যবহার করা ক্ষুদ্র চরিত্রমাত্র। ক্ষমতার কাছে ঘেঁষে থাকা এই প্রবণতা সমাজের সত্যকে বিকৃত করে, মূল্যবোধকে পুড়িয়ে ফেলে, আর সাধারণ মানুষের প্রাপ্য ন্যায়বোধকে অবহেলায় আচ্ছন্ন করে।

    সবশেষে বাকি থাকে এক চিরন্তন শিক্ষা: বাহ্যিক জৌলুস মুহূর্তে চোখে পড়ে, কিন্তু অন্তরের সততা যুগের পর যুগ মর্যাদা ধরে রাখে। গামছা তার সরলতায় কাজের, আর চামচা তার তোষণে শূন্য সমাজও ঠিক তেমনই; যেখানে সত্যিকারের শক্তি সাজে নয়, বরং সততায়।

              -ছন্দফুল
    লেখক ও সাংবাদিক


    add