কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিক উল্লাহ্ খোকন
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২২ ডিসেম্বর, ২০২৩ ২০:৫৭ পি এম
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন বর্তমান যুগ্ম-সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী নেতা মোহাম্মদ আতিক উল্লাহ্ খোকন। গত ১৩ ডিসেম্বর মহানগর আওয়ামী লীগের দুইবারের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আরফানুল হক রিফাতের আকস্মিক মৃত্যুতে তাঁর পদটি শুন্য হলে ৮ দিনের মাথায় বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাতে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় তাকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়। মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দীন বাহার এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিক উল্লাহ্ খোকন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়। একই সাথে কুমিল্লা-৬ (সদর ও সিটি করপোরেশন) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আ ক ম বাহাউদ্দীন বাহারের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়কের দায়িত্বও দেয়া হয় আতিক উল্লাহ্ খোকনকে। এর আগে মেয়র আরফানুল হক রিফাত নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ছিলেন। গতকাল শুক্রবার (২২ ডিসেম্বর) বিকালে মহানগর আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক নাঈমুল হক হিমেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এমন তথ্য জানানো হয়।
রাজনৈতিক পরিচিতি
আতিক উল্লাহ খোকন তৃণমূল থেকে বেড়ে উঠা একজন রাজনীতিবিদ ও সফল ব্যবসায়ী। তিনি কুমিল্লা সরকারি কলেজ ছাত্র-ছাত্রী সংসদের ভিপি ছিলেন। এছাড়াও কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগ এবং কুমিল্লা শহর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক ছিলেন। রাজনৈতিক মামলায় বেশ কয়েকবার কারাবরণ করেন। তিনি কুমিল্লা জেলা দোকান মালিক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বাংলাদেশ দোকান মালিক সমিতি র বিভাগীয় সমন্বয়ক। আতিক উল্লাহ খোকন ১৯৬০ সালে নগরীর ঝাউতলা এলাকায় জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মো. নুরুল ইসলাম ও মায়ের নাম মনোয়ারা ইসলাম। ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যা সন্তানের জনক। বড় মেয়ে নওরিন আতিক রিতু লন্ডনে উচ্চ শিক্ষা নিচ্ছেন এবং ছোট মেয়ে মুনতাহা আতিক মিম একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে অধ্যয়নরত।
- অস্ত্রধারী সন্ত্রাসীদের হামলায় আহত জামায়াত নেতা কে দেখতে হাসপাতালে কাজী দ্বীন মোহাম্মদ
- ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও সমাজকর্মীর করণীয় শীর্ষক কর্মশালা
- একটি ইজিবাইক ও অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী উদ্ধার করে বিজিবি ১০
- বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও আঞ্চলিক রাজনীতি নিয়ে বাইউস্টে সেমিনার
- নির্বাচন ঘিরে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ‘জরুরি নির্দেশনা’ দিলো মাউশি
- আওয়ামী লীগের নেতা থেকে হয়ে গেলেন জামায়াতের ওয়ার্ড আমির
- আওয়ামী লীগের মতই জঘন্য কাজ করছে জামায়াত : কায়কোবাদ
- কুমিল্লা মেডিকেল কলেজে একাডেমিক কার্যক্রম স্থগিত করে সন্ধানীর ব্যানারে বিএনপির দলীয় কর্মসূচির অভিযোগ
- জমি নিয়ে বিরোধের জেরে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ
- জকসুতেও ছাত্রদলের ভরাডুবি, কীভাবে হজম করবেন তারেক রহমান?