“কথা, চরিত্র ও আচরণে কোরআনের নির্দেশনা”
- ডেস্ক রিপোর্টার
- প্রকাশ: ৯ নভেম্বর, ২০২৫ ২০:১৫ পি এম
“কথা, চরিত্র ও আচরণে কোরআনের নির্দেশনা”
কোরআনকে অনেকেই শুধু আধ্যাত্মিক বা বিশাল বিধিবদ্ধ আলোচনার গ্রন্থ বলে মনে করেন, যেন এতে মানবজীবনের সাধারণ আচরণ বা প্রতিদিনের নৈতিক ব্যবহারের জায়গা নেই। কিন্তু প্রকৃত সত্য হলো মানুষের চরিত্র, কথাবার্তা ও সামাজিক সম্পর্কের সূক্ষ্মতম দিকেও কোরআন আলোকপাত করেছে; এমনকি কীভাবে কথা বলতে হবে, কেমন আচরণে একজন মানুষ পরিণত ও সৎ হতে পারে তাও স্পষ্টভাবে শিক্ষা দিয়েছে।
কথার ক্ষেত্রে কোরআনের নির্দেশনা ব্যতিক্রমীভাবে গভীর। বলা হয়েছে মানুষের সাথে আলাপ হবে ভদ্র, মার্জিত ও উত্তমভাবে; কারণ ভাষার সৌন্দর্য মানুষের ভেতরের সৌজন্য প্রকাশ করে। সত্যভাষণের ওপর দেওয়া হয়েছে বিশেষ জোর ধোঁকা নয়, ভণিতা নয়, বরং স্পষ্ট ও সরল কথা। স্বর নিয়ন্ত্রণের নির্দেশও এসেছে চিৎকারে নয়, কর্কশ উচ্চারণে নয়, বরং শান্ত, নিচু ও নম্র স্বরে কথা বলা যা হৃদয়ে প্রভাব ফেলে, সম্পর্ককে কোমল করে। আরও বলা হয়েছে মনের সাথে কথার মিল থাকতে হবে; দ্বিচারিতা, ভেতরে এক বাইরে আরেক এমন আচরণ কোরআন নিন্দা করে।
অপ্রয়োজনীয়, অর্থহীন কথাবার্তা থেকে দূরে থাকার শিক্ষা এসেছে, কারণ এমন কথায় সময় নষ্ট হয়, মন শূন্য হয়, মানুষ লক্ষ্যহীন হয়ে পড়ে। সামাজিক আচরণে কোরআন কঠোরভাবে নিষেধ করেছে উপহাস, ব্যঙ্গ, নিন্দা, মানহানি এবং অপমানজনক নামে ডাকা; আর অনুপস্থিত মানুষের সম্পর্কে বাজে কথা বলা গীবত এটিকে কোরআন ভয়াবহ অপরাধ হিসেবে তুলে ধরে।
সবশেষে কোরআনের একটি সূক্ষ্ম কিন্তু শক্তিশালী নির্দেশ যা জানা নেই সে বিষয়ে মন্তব্য করবে না; মানুষের কাছে তা তুচ্ছ মনে হলেও আল্লাহর কাছে তা গুরুতর হতে পারে। সত্য, জ্ঞান এবং দায়িত্ববোধ এ তিনের ওপর দাঁড়িয়েই জবান ব্যবহার করতে হবে।
এই সব নির্দেশনা দেখায় কোরআন শুধু আধ্যাত্মিকতার বই নয়, বরং প্রতিদিনের জীবনের পথপ্রদর্শক। মানুষের কথা, ব্যবহার, সমাজে সম্মান রক্ষা ও আত্মশুদ্ধির প্রতিটি ধাপেই কোরআন মানুষকে শান্ত, শালীন ও সত্যনিষ্ঠ জীবনের দিকে পরিচালিত করে।
★তথ্যসসূত্র: আল কুরআন- সূরা ও আয়াতসমূহ: (২:৮৩) (৩৩:৭০) (৩১:১৯) (৩:১৬৭) (২৩:৩) (৪৯:১১)(৪৯:১১) (৪৯:১১) (৪৯:১২) (২:৪৪) (১৬:১২৫)(২২:৩০) (২৪:১৪–১৬)
-ছন্দফুল
(লেখক ও সাংবাদিক)
- অস্ত্রধারী সন্ত্রাসীদের হামলায় আহত জামায়াত নেতা কে দেখতে হাসপাতালে কাজী দ্বীন মোহাম্মদ
- ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও সমাজকর্মীর করণীয় শীর্ষক কর্মশালা
- একটি ইজিবাইক ও অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী উদ্ধার করে বিজিবি ১০
- বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও আঞ্চলিক রাজনীতি নিয়ে বাইউস্টে সেমিনার
- নির্বাচন ঘিরে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ‘জরুরি নির্দেশনা’ দিলো মাউশি
- আওয়ামী লীগের নেতা থেকে হয়ে গেলেন জামায়াতের ওয়ার্ড আমির
- আওয়ামী লীগের মতই জঘন্য কাজ করছে জামায়াত : কায়কোবাদ
- কুমিল্লা মেডিকেল কলেজে একাডেমিক কার্যক্রম স্থগিত করে সন্ধানীর ব্যানারে বিএনপির দলীয় কর্মসূচির অভিযোগ
- জমি নিয়ে বিরোধের জেরে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ
- জকসুতেও ছাত্রদলের ভরাডুবি, কীভাবে হজম করবেন তারেক রহমান?