বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬,

শিরোনাম :
  • অস্ত্রধারী সন্ত্রাসীদের হামলায় আহত জামায়াত নেতা কে দেখতে হাসপাতালে কাজী দ্বীন মোহাম্মদ ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও সমাজকর্মীর করণীয় শীর্ষক কর্মশালা একটি ইজিবাইক ও  অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী উদ্ধার করে বিজিবি ১০ বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও আঞ্চলিক রাজনীতি নিয়ে বাইউস্টে সেমিনার নির্বাচন ঘিরে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ‌‘জরুরি নির্দেশনা’ দিলো মাউশি আওয়ামী লীগের নেতা থেকে হয়ে গেলেন জামায়াতের ওয়ার্ড আমির আওয়ামী লীগের মতই জঘন্য কাজ করছে জামায়াত : কায়কোবাদ কুমিল্লা মেডিকেল কলেজে একাডেমিক কার্যক্রম স্থগিত করে সন্ধানীর ব্যানারে বিএনপির দলীয় কর্মসূচির অভিযোগ জমি নিয়ে বিরোধের জেরে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ জকসুতেও ছাত্রদলের ভরাডুবি, কীভাবে হজম করবেন তারেক রহমান?
  • ইয়াবাসহ আটককৃত আবদুর রহিম বহিষ্কার করেছে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল

    ইয়াবাসহ আটককৃত আবদুর রহিম বহিষ্কার করেছে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল
    ছবি কুমিল্লা মেইল

     

    চৌদ্দগ্রাম প্রতিনিধি:
    কুমিল্লার চৌদ্দগ্রামে ২৬৬৪পিস ইয়াবাসহ আটক হওয়া যুবদল নেতা আবদুর রহিমকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে।

    গত শনিবার (১ই নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুমিল্লা দক্ষিণ জেলা শাখার পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক মোঃ আনোয়ারুল হক ও সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলুর সিদ্ধান্তে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মোঃ গিয়াস উদ্দিনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়ন এর যুবদল কর্মী আবদুর রহিমকে প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় নেতৃত্বের কোনো কর্মকাণ্ডে বা সাংগঠনিক দায়িত্বে তিনি ভবিষ্যতে অংশ নিতে পারবেন না বলে নির্দেশ দেওয়া হয়েছে।

    দলীয় আদর্শ ও নীতির পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
    বহিষ্কারের বিষয়টি স্বীকার করে চৌদ্দগ্রাম উপজেলা যুবদলের সাধারন সম্পাদক শাহনেওয়াজ মজুমদার বলেন, আব্দুর রহিমকে কনকাপৈত ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক হিসেবে প্রচার করা হলেও তিনি মুলত: কনকাপৈত ইউনিয়ন যুবদলের কর্মী ছিলেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করেছে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল।

    উল্লেখ্য আব্দুর রহিমকে গত বুধবার (২৯শে অক্টোবর) ভোররাতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর একটি টিম আটক করে। এসময় তার নিকট থেকে ২৬৬৪পিস ইয়াবা, ২টি মোবাইল, নগদ ২লক্ষ ২১ হাজার ৬’শত ২০ টাকা উদ্ধার করা হয়। আটককৃত আবদুর রহিম কনকাপৈত ইউনিয়নের করপাটি গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে।


    add