কুমিল্লায় নাটাবের যক্ষ্মা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সাংবাদিকদের করণীয় শীর্ষক আলোচনা সভা
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ৯ ফেব্রুয়ারী, ২০২৫ ২২:২৩ পি এম
রাকিব হোসেন।। আগামীতে যক্ষ্মা যেন এ দেশের মাথা ব্যথার কারণ না হয়। সরকার যে যক্ষ্মা রোগীদের বিনামূল্যে সেবা দিচ্ছে, তা আমাদের দেশের অনেক মানুষই জানে না। তাছাড়াও দরিদ্রদের জন্য বিশেষ তহবিল প্রতিটি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোতে দেয়া হয়েছে। ইতোমধ্যে আমরা দেশের ৮০ শতাংশ মানুষের মাঝে যক্ষ্মার চিকিৎসা পৌঁছাতে পেরেছি। এখন বাকি ২০ শতাংশ মানুষের নিকট পৌঁছানোই চ্যালেঞ্জ। এক্ষেত্রে গণমাধ্যমকে সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে হবে। যাতে বাকি মানুষের নিকট চিকিৎসা সেবা পৌঁছে যায়। যক্ষ্মা প্রতিরোধ নিয়ন্ত্রণে সাংবাদিকদের করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন- কুমিল্লার (ভারপ্রাপ্ত) সিভিল সার্জন ডা. রেজা মো. সরোয়ার আকবর। রবিবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কুমিল্লা নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় অংশগ্রহণ করেন কুমিল্লায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইান গণমাধ্যমের প্রতিনিধিরা।
নাটাব কুমিল্লা শাখা সভাপতি ডা. গোলাম শাহাজানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক শাহজাদা এমরানের সঞ্চালনায় মুখ্য আলোচক ছিলেন কুমিল্লা বক্ষব্যাধি ক্লিনিকের কনসালটেন্ট ডা. মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. মোসলেহ উদ্দিন আহমেদ, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসনাত বাবুল, ডা. আতাউর রহমান প্রমুখ।
মুখ্য আলোচকের বক্তব্যে কুমিল্লা বক্ষব্যাধি ক্লিনিকের কনসালটেন্ট ডা. মিজানুর রহমান বলেন যক্ষ্মা একটি ছোঁয়াছে রোগ। যা হাচি-কাশির মাধ্যমে ছড়ায়। যক্ষ্মার চিকিৎসায় প্রতি ১০০ জনের ৯৫ জন সুস্থ হন। ট্রিটমেন্ট ৮০ শতাংশ এর চিকিৎসা করে ৯৫ জন সুস্থ হন। কিন্তু আমরা সকলের নিকট পৌঁছাতে পারছি না। আমাদের একটাই কাজ ২০ শতাংশ রোগীর নিকট পৌঁছানো। যক্ষ্মা আক্রান্তদের বিনামূল্যে সেবা দেয়া হচ্ছে। ডিজিটাল এক্সরে বিনামূল্যে হচ্ছে। বাকি ২০ শতাংশ রোগীদের যেন চিকিৎসার আওতায় আনা যায় সে চেষ্টা চলছে।
তিনি জানান যক্ষ্মা (টিবি) প্রধানত দুটি প্রকারের হয়: ফুসফুসীয় যক্ষ্মা (Pulmonary TB) – এটি ফুসফুসে সংক্রমিত হয় এবং কাশি, রক্তসহ কফ, ওজন কমা ও জ্বরের মতো লক্ষণ দেখা যায়। ফুসফুস-বহির্ভূত যক্ষ্মা (Extrapulmonary TB) – এটি ফুসফুসের বাইরে শরীরের অন্যান্য অঙ্গ যেমন হাড়, কিডনি, মস্তিষ্ক, লসিকা গ্রন্থি ইত্যাদিতে সংক্রমিত হতে পারে। যক্ষ্মা যারা আক্রান্তের লক্ষণ ৫টি। পুষ্টিহীনতা, ধুমপায়ী, ডায়াবেটিস, অ্যালকোহল, এইডস। কুমিল্লা ২০২৪ সালে যক্ষ্মায় ৪ হাজার ৬৯৩ জন আক্রান্ত হন। এর মধ্যে ২ হাজার ২৪১ জনের কফে জীবাণু পাওয়া যায়। ৯৬৬ জনের জীবাণু পাওয়া যায় নি। তাছাড়াও এমডি আর করে ৩৯ জন রোগী শনাক্ত করা হয়। টিভিতে আক্রান্ত হয়ে ৯১ জনের মৃত্যু হয়। স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির তথ্য অনুযায়ী, ২০২৩ সালে বাংলাদেশে ৩ লাখ ১ হাজার ৫৬৪ জন যক্ষ্মা রোগী শনাক্ত হয়েছেন। তবে, ডব্লিউএইচওর অনুমিত তথ্যের ভিত্তিতে দেশে মোট যক্ষ্মা রোগীর ৮০ শতাংশ শনাক্ত হয়েছে, অর্থাৎ প্রায় ২০ শতাংশ রোগী এখনো শনাক্তের বাইরে রয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ২০২২ সালের প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালে দেশে আনুমানিক ৩ লাখ ৭৫ হাজার মানুষ যক্ষ্মায় আক্রান্ত হয়েছেন, যার মধ্যে ৪২ হাজার জনের মৃত্যু হয়েছে। ওষুধ প্রতিরোধী যক্ষ্মা (এমডিআর-টিবি) রোগীর সংখ্যাও উদ্বেগজনক। ডব্লিউএইচওর মতে, প্রতিবছর বাংলাদেশে প্রায় ৪ হাজার ৯০০ জন এমডিআর-টিবি রোগী রয়েছে। তবে, ২০২৩ সালে মাত্র ২ হাজার ৭২৯ জন এমডিআর-টিবি রোগী শনাক্ত করা হয়েছে। যা মোট অনুমিত রোগীর প্রায় ৫৫ শতাংশ যক্ষ্মা প্রতিরোধে বাংলাদেশ সরকারের নতুন উদ্যোগ TPT কার্যক্রম চালু করেছে সরকার। যক্ষ্মা নির্মূলে বাংলাদেশ সরকার TPT (Tuberculosis Preventive Treatment) কার্যক্রম গ্রহণ করেছে। এর মাধ্যমে যক্ষ্মার ঝুঁকিতে থাকা ব্যক্তিদের প্রতিরোধমূলক চিকিৎসা দেয়া হবে। যাতে ল্যাটেন্ট টিবি সক্রিয় হয়ে উঠতে না পারে। স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি (NTP) জানিয়েছে, যক্ষ্মা রোগীদের সংস্পর্শে আসা ব্যক্তিদের এবং এইচআইভি আক্রান্তদের টিবি প্রতিরোধী ওষুধ দেয়া হবে। বিশেষ করে আইসোনিয়াজিড (INH) থেরাপি প্রয়োগের মাধ্যমে ঝুঁকিপূর্ণদের সুরক্ষা নিশ্চিত করা হবে।
- অস্ত্রধারী সন্ত্রাসীদের হামলায় আহত জামায়াত নেতা কে দেখতে হাসপাতালে কাজী দ্বীন মোহাম্মদ
- ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও সমাজকর্মীর করণীয় শীর্ষক কর্মশালা
- একটি ইজিবাইক ও অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী উদ্ধার করে বিজিবি ১০
- বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও আঞ্চলিক রাজনীতি নিয়ে বাইউস্টে সেমিনার
- নির্বাচন ঘিরে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ‘জরুরি নির্দেশনা’ দিলো মাউশি
- আওয়ামী লীগের নেতা থেকে হয়ে গেলেন জামায়াতের ওয়ার্ড আমির
- আওয়ামী লীগের মতই জঘন্য কাজ করছে জামায়াত : কায়কোবাদ
- কুমিল্লা মেডিকেল কলেজে একাডেমিক কার্যক্রম স্থগিত করে সন্ধানীর ব্যানারে বিএনপির দলীয় কর্মসূচির অভিযোগ
- জমি নিয়ে বিরোধের জেরে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ
- জকসুতেও ছাত্রদলের ভরাডুবি, কীভাবে হজম করবেন তারেক রহমান?