শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫,

শিরোনাম :
  • সড়কে গাড়ি রেখে চালকদের ঘুম।।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট  বিজ্ঞান ও প্রযুক্তির উদ্ভাবনের মাধ্যমে সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে কুমিল্লা সদর  উপজেলায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা। ভিক্টোরিয়া কলেজ কর্মচারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো ছাত্রশিবির কুমিল্লায় বৈষম্যবিরোধী  ছাত্র আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যদের  নিয়ে  আলোচনা সভা অনুষ্ঠিত ভিক্টোরিয়া কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে ছাত্রদের সংবাদ সম্মেলন কুমিল্লায় হাইটেক পার্কের ফ্রিল্যান্সিং বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচীর সার্টিফিকেট বিতরণ  কুমিল্লায় দৈনিক সংগ্রামের সুবর্ণজয়ন্তী উপলক্ষে   আলোচনা সভা ও দোয়া মাহফিল কী করতে চায় জামায়াত চান্দিনায় মানবতা সংগঠনের কমিটি গঠন চান্দিনার রসুলপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চার তলা ভবনের উদ্বোধন
  • ইসকন নিষিদ্ধ ও এডভোকেট সাইফুল ইসলাম  হত্যার বিচারের দাবিতে চৌয়ারা তাওহীদি জনতার  বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

    ইসকন নিষিদ্ধ ও এডভোকেট সাইফুল ইসলাম  হত্যার বিচারের দাবিতে চৌয়ারা তাওহীদি জনতার  বিক্ষোভ মিছিল ও সমাবেশ।
    ছবি/কুমিল্লা মেইল

    নিজস্ব প্রতিবেদক।। শনিবার (৩০ নভেম্বর) বাদ মাগরিব   সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা বাজার  সর্বস্তরের মুসুল্লিদের অংশগ্রহণে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি চৌয়ারা  বাজারে  কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে শুরু করে চৌয়ারা ডিগ্রি কলেজ গেট হয়ে   পুনরায় কেন্দ্রীয় মসজিদের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়। অধ্যাপক  মাওলানা সাইফুল হক চৌধুরীর সভাপতিত্বে,। ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নেতা। মাওলানা এনাম বিন ইব্রাহিম এর সঞ্চালনায়।

    এতে, প্রধান অতিথির বক্তব্য রাখেন। চৌয়ারা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব,মাওলানা জুবায়ের মাহমুদ। হেফাজত নেতা, মোতাহের হোসেন মজুমদার। চৌয়ারা ডিগ্রি   কলেজ জামে মসজিদের খতিব, মাওলানা আবুল কাশেম। ও  মাওলানা আলী আহমদ। এবং মানবাধিকার কর্মী আব্দুল হান্নান। উপস্থিত ছিলেন  চৌয়ারার  তৌহিদী জনতা।
    এ সময় মাওলানা জুবায়ের মাহমুদ বলেন, ইসকন ভারতের সংঘটিত একটি জঙ্গি সংগঠন। বিগত আওয়ামী লীগের সরকারের সময়। তারা এদেশে ইসলামকে নির্মূল করার জন্য। ওয়াজ মাহফিল ও ইসলামী প্রোগ্রাম সমূহ প্রশাসনকে দিয়ে বন্ধ করিয়ে দেয়। ইসলামী দলগুলোকে কোনঠাসা করে রাখা হয়। তার এই অংশ হিসাবে জামায়াতের  নেতাকর্মীদেরকে যুদ্ধ অপরাধি নামক।বিচারিক হত্যাকান্ড ঘটানোর জন্য সরকারকে বাধ্য করে।শ্রদ্ধেয় একজন ওস্তাদকে যুদ্ধ অপরাধি সাজিয়ে আট বছর জেলখানায় বন্দি করে রাখা হয়,এবং অনেক আলেমকে বন্দী করা হয়। ইসকনের চক্রান্তে মন্দিরে মূর্তির পায়ে কোরআন রাখা হয়। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ এর হত্যার সুষ্ঠু তদন্ত করে দ্রুত বিচার কার্য সম্পন্ন করার আহ্বান জানান। 
    সভাপতির বক্তব্যে অধ্যাপক সাইফুল হক চৌধুরী বলেন, ইসকন কোন ধর্মীয় সংগঠন নয়। ইস্কন বর্তমান বিশ্বে একটি নিষিদ্ধ জঙ্গি সন্ত্রাসী  সংগঠন। কোন যেমনিভাবে বিশ্বের ১২ টি দেশে নিষিদ্ধ ঘোষিত হয়েছে। অতি বিলম্বে বাংলাদেশ সরকারকে রাষ্ট্রীয়ভাবে ইসকনকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা দিতে হবে। এটা সকল রাজনৈতিক এবং ধর্মীয় সংগঠনের প্রত্যাশা। ইসকন এদেশে হাজারো জঙ্গি নাটক ঘটিয়েছে। হাটাজারী শাপলা চত্বর সহ। কওমি মাদ্রাসা গ্রুপ বন্ধ করার পায়তারা করছিল। স্বাধীন এই বাংলাদেশে ইসকন কে  নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা দেওয়ার জন্য সরকারকে আহবান জানাচ্ছি।


    add