জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে নতুন নীতিমালা
- ডেস্ক রিপোর্টার
- প্রকাশ: ১৭ নভেম্বর, ২০২৪ ১৪:৫৩ পি এম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ বলেছেন, আগামী শিক্ষাবর্ষ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্নাতক ভর্তিতে নেয়া হবে লিখিত পরীক্ষা। শনিবার (১৬ নভেম্বর) বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা মহিলা ডিগ্রি কলেজ মাঠে এক সমাবেশে তিনি এ কথা বলেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও ডিগ্রির গুণগত মান উন্নয়নে নানা পদক্ষেপের কথাও সমাবেশে তুলে ধরেন উপাচার্য। সমাবেশে ছয়টি কলেজের ছাত্র-শিক্ষক ও স্থানীয় সুধীজনেরা অংশ নেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির মান উন্নয়ন ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘ইন্ডাস্ট্রি-একাডেমিক’ সংযোগ স্থাপনে বিশ্ববিদ্যালয়ের সিলেবাস সংস্কারের কথা উল্লেখ করেন উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের অধীন সম্মান শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য আইসিটি এবং অন্যান্য সংক্ষিপ্ত টেকনিক্যাল কোর্স চালু করা হবে। ভবিষ্যতে স্নাতক সম্মান কোর্সের সঙ্গে কারিগরি যেকোনো একটি কোর্স বাধ্যতামূলকভাবে পড়তে হবে। কলেজ পর্যায়ে টেকনিক্যাল কোর্স পাঠদানে সব ধরনের সহযোগিতা করবে জাতীয় বিশ্ববিদ্যালয়। ২০২৫ সালকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘পরীক্ষা বর্ষ’ ঘোষণা করে উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের থেমে থাকা পরীক্ষাগুলো দ্রুত নেওয়ার কাজ চলছে। এতে আগামী বছরের নভেম্বর-ডিসেম্বর নাগাদ বিশ্ববিদ্যালয়ের সেশনজট প্রায় ৮০ শতাংশ কমে আসবে।
সাম্প্রতিক সময়ে ছাত্র-জনতার অভ্যুথানে শহীদদের স্মরণ করে উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদ ও মীর মাহফুজুর রহমান মুগ্ধর নামে ভবন এবং নতুন স্থাপনার নামকরণ করা হবে। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সহযোগিতায় সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের শহীদ শিক্ষার্থীদের পরিবারকে তিন লাখ টাকা করে সহায়তার সিদ্ধান্ত হয়েছে সিন্ডিকেট সভায়। জাতীয় বিশ্ববিদ্যালয়ে চাকরির ক্ষেত্রে ভবিষ্যতে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরা অগ্রাধিকার পাবেন।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তারের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জি কে এম মোস্তাফিজুর রহমান, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হাছানাত আলী ও বগুড়ার পুলিশ সুপার জেদান আল মূসা। সমাবেশে বগুড়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন আঞ্চলিক কেন্দ্র নির্মাণেরও ঘোষণা দেন উপাচার্য।
- কুমিল্লা মেডিকেল কলেজে ছাত্রলীগ সমর্থক ১০ ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীকে শাস্তি
- বই ও সঞ্চয় ব্যাংক পেয়ে খুশি শিক্ষার্থীরা
- কুমিল্লায় বিজিবির অভিযানে ৩০ কেজি গাঁজাসহ দুই জন আটক
- এই দিন দিন না, সামনে ভালো দিন আসবে : আদালতে কামরুল ইসলাম
- সশস্ত্র বাহিনী দিবসে’ বেগম খালেদা জিয়া, চেয়ারম্যান তারেক রহমান কে দাওয়াত
- কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিবিরের নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত
- চান্দিনায় তিন ছাত্রীর টিফিন বক্সে বিষ, একজন হাসপাতালে
- কুমিল্লা আইডিয়াল কলেজ রোভার স্কাউট গ্রুপের সহচর দীক্ষা অনুষ্ঠান
- তরুণদের মাদক থেকে রক্ষায় অভিভাবকদের ভূমিকা রাখতে হবে
- ইসলামের ইতিহাস বিভাগের ১৪তম নতুন বিভাগীয় প্রধান ড. মোঃ হাবিবুর রহমান