বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, , ১৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
  • কুমিল্লা মেডিকেল কলেজে ছাত্রলীগ সমর্থক ১০ ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীকে শাস্তি বই ও সঞ্চয় ব্যাংক পেয়ে খুশি শিক্ষার্থীরা কুমিল্লায় বিজিবির অভিযানে ৩০ কেজি গাঁজাসহ দুই জন আটক এই দিন দিন না, সামনে ভালো দিন আসবে : আদালতে কামরুল ইসলাম সশস্ত্র বাহিনী দিবসে’  বেগম খালেদা জিয়া, চেয়ারম্যান তারেক রহমান কে দাওয়াত কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিবিরের নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত চান্দিনায় তিন ছাত্রীর টিফিন বক্সে বিষ, একজন হাসপাতালে কুমিল্লা আইডিয়াল কলেজ রোভার স্কাউট গ্রুপের সহচর দীক্ষা অনুষ্ঠান তরুণদের মাদক থেকে রক্ষায় অভিভাবকদের ভূমিকা রাখতে হবে ইসলামের ইতিহাস বিভাগের ১৪তম নতুন বিভাগীয় প্রধান ড. মোঃ হাবিবুর রহমান
  • রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বারপাড়া সমাজকল্যাণ পরিষদের শিক্ষা সামগ্রী বিতরণ

    রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বারপাড়া সমাজকল্যাণ পরিষদের শিক্ষা সামগ্রী বিতরণ
    ছবি- কুমিল্লা মেইল

    রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বারপাড়া সমাজকল্যাণ পরিষদের আয়োজনে সংগ্রামী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বিল্লাল হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন। বিশেষ অতিথি ছিলেন সাপ্তাহিক গোমেতি সংবাদের প্রকাশ মোবারক হোসেন, ফেনী বিশ্ববিদ্যালয়ের প্রভাষক সুমাইয়া বিনতে হোসাইনী, এখন টেলিভিশন কুমিল্লা  ব্যুারো চিফ খালেদ সাইফুল্লাহ। অনুষ্ঠানে বক্তারা বলেন— নিয়মিত পরিমিত ও পরিকল্পনা অনুযায়ী সকল কাজ করতে হবে। পরীক্ষায় ভালো ফলাফলের জন্য সকল বিষয়ে সমান গুরুত্ব দিয়ে পাঠ প্রস্তুতি নিতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। এই শিক্ষার্থীরা শিক্ষার মাধ্যমে তাদের মেধার বিকাশ ঘটিয়ে তারাই একদিন দেশ ও জাতির কর্ণধার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে। মো. ইফতেখার আলম ইরফানের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বারপাড়া সমাজকল্যান পরিষদের সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক ইকবাল বাশার তনয়। এসময় উপস্থিত ছিলেন বারপাড়া সমাজকল্যান পরিষদের মো. ইব্রাহিম হাসান নিশাত, আজিজুল ইসলাম সানি, মো. আবদুল হাকিম রাব্বি, মো. হাসিবুল হাসান সিয়াম, মো. মোজাম্মেল হাসান সিয়াম, মো. রাইহান ইসলাম সিয়াম। অনুষ্ঠানে বন্যা কবলিত এলাকা রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সংগ্রামী শিক্ষার্থীদের মাঝে ১ হাজার কলম, ৬০০ খাতা, ২০টি স্কুল ব্যাগ, ৩০টি জ্যামিতি বক্স ও প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম বিতরণ করা হয়।
     


    add