ভিক্টোরিয়ায় সাত বছর পর উৎসবমুখর পরিবেশে শিক্ষক পরিষদ নির্বাচন
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ৬ নভেম্বর, ২০২৪ ১৫:২৮ পি এম
ভোটের বাক্সের সামনে বসানো আছে দুই কার্টন খাবারের প্যাকেট। সাথে আছে পানির সারি সারি বোতল। ভোটাররা আসছেন, খাবারের প্যাকেট নিয়ে খাচ্ছেন। সেই সঙ্গে দিচ্ছেন ভোট। বুধবার (০৬ নভেম্বর) এমন ভোট কেন্দ্রর দেখা মিলেছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে। খোঁজ নিয়ে জানা গেছে, সাত বছর পর কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষক পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। এদিন সকাল ১০টা থেকে শুরু হওয়া ভোট শেষ হয় দুপুর ২টায়। তবে এই ভোটের ভিন্নতা হলো ভোট দেয়ার আগে সকল ভোটারকে নিতে হবে খাবারের প্যাকেট। ভোটকে আরও উৎসব মুখর ও আনন্দঘন করতে এই আয়োজন করেছে নির্বাচন কমিশন। জানা গেছে, কলেজের ১৭০ জনের বেশি শিক্ষা কর্মকর্তা ভোটার হিসেবে ভোট দিচ্ছেন। গত ০৮ অক্টোবর প্রধান নির্বাচন কমিশন প্রফেসর মো. খালেদ হোসেন খান এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। মনোনয়নপত্র বিতরণ করা হয় ২৯ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারেরর দিন ছিলো ৩০ অক্টোবর। আজ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
সম্পাদক পদে যে তিনজন মনোনয়নপত্র নিয়েছেন তারা হলেন, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মাছুম মিল্লাত মজুমদার, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. মহিবুবুল হক ছোটন।
যুগ্ম-সম্পাদক পদে দু'জন মনোনয়ন পত্র নিয়েছেন। তারা হলেন- বাংলা বিভাগের সিনিয়র প্রভাষক মো. মুনছুর হেল্লাল, প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ রিপন ভূইয়া। যুগ্ম-সম্পাদক (মহিলা) পদে মনোনয়নপত্র নিয়েছেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মাহমুদা আক্তার। কোষাধ্যক্ষ পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোহাম্মদ মহিউদ্দিন। প্রধান নির্বাচন কমিশন প্রফেসর মো. খালেদ হোসেন খান বলেন, আমরা সম্প্রীতি ও সৌহার্দে নির্বাচন করছি। ২০১৭ সালে সর্বশেষ ভোট গ্রহণের মাধ্যমে নির্বাচিত সম্পাদক হয়েছে। দীর্ঘ ৭ বছর পর নির্বাচন হচ্ছে। এটা ভিক্টোরিয়া কলেজের জন্য আনন্দের। তাই ভোটারদের মিষ্টিমুখ করাতে আমাদের এই আয়োজন। সেখানে জিলাপী ও সিঙ্গারা রয়েছে। আমরা অধ্যক্ষ মহোদয়ের কাছে অনুমতি চাইলে তিনি আমাদের অনুমতি দেন। আনন্দকে আরও বাড়াতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই আয়োজন করা হয়েছে।
- অস্ত্রধারী সন্ত্রাসীদের হামলায় আহত জামায়াত নেতা কে দেখতে হাসপাতালে কাজী দ্বীন মোহাম্মদ
- ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও সমাজকর্মীর করণীয় শীর্ষক কর্মশালা
- একটি ইজিবাইক ও অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী উদ্ধার করে বিজিবি ১০
- বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও আঞ্চলিক রাজনীতি নিয়ে বাইউস্টে সেমিনার
- নির্বাচন ঘিরে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ‘জরুরি নির্দেশনা’ দিলো মাউশি
- আওয়ামী লীগের নেতা থেকে হয়ে গেলেন জামায়াতের ওয়ার্ড আমির
- আওয়ামী লীগের মতই জঘন্য কাজ করছে জামায়াত : কায়কোবাদ
- কুমিল্লা মেডিকেল কলেজে একাডেমিক কার্যক্রম স্থগিত করে সন্ধানীর ব্যানারে বিএনপির দলীয় কর্মসূচির অভিযোগ
- জমি নিয়ে বিরোধের জেরে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ
- জকসুতেও ছাত্রদলের ভরাডুবি, কীভাবে হজম করবেন তারেক রহমান?