বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬,

শিরোনাম :
  • অস্ত্রধারী সন্ত্রাসীদের হামলায় আহত জামায়াত নেতা কে দেখতে হাসপাতালে কাজী দ্বীন মোহাম্মদ ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও সমাজকর্মীর করণীয় শীর্ষক কর্মশালা একটি ইজিবাইক ও  অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী উদ্ধার করে বিজিবি ১০ বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও আঞ্চলিক রাজনীতি নিয়ে বাইউস্টে সেমিনার নির্বাচন ঘিরে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ‌‘জরুরি নির্দেশনা’ দিলো মাউশি আওয়ামী লীগের নেতা থেকে হয়ে গেলেন জামায়াতের ওয়ার্ড আমির আওয়ামী লীগের মতই জঘন্য কাজ করছে জামায়াত : কায়কোবাদ কুমিল্লা মেডিকেল কলেজে একাডেমিক কার্যক্রম স্থগিত করে সন্ধানীর ব্যানারে বিএনপির দলীয় কর্মসূচির অভিযোগ জমি নিয়ে বিরোধের জেরে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ জকসুতেও ছাত্রদলের ভরাডুবি, কীভাবে হজম করবেন তারেক রহমান?
  • ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে ফ্রিল্যান্সিং ও আউট সোর্সিং বিষয়ক সেমিনার

    ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে ফ্রিল্যান্সিং ও আউট সোর্সিং বিষয়ক সেমিনার
    ছবি- কুমিল্লা মেইল

    তরুণরাই পারে একটি দেশের অর্থনীতির গতি পরিবর্তন করতে। The World Factbook এর তথ্য অনুসারে বাংলাদেশের মোট জনগোষ্ঠীর ১৮ থেকে ৩৫ বছর বয়সী মানুষের সংখ্যা এখন বেশি। যা মোট জনসংখ্যার প্রায় ৩২ শতাংশ। একটি দেশের তরুণ জনগোষ্ঠীর সংখ্যা যখন আনুপাতিক হারে বেশি থাকে, তখন তাকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলে অভিহিত করা হয়। এ অবস্থাকে আবার উইন্ডোজ অব অপরচুনিটিও বলা হয়ে থাকে। এর মাধ্যমে কোনো দেশের উন্নয়নের সম্ভাবনাময় দুয়ার খুলে যেতে পারে। তরুণদের সঠিক সময়ে সঠিকভাবে কাজে লাগাতে পারলে তারা হবে দেশের মহামূল্যবান সম্পদ। ঘুচবে বেকারত্ব। আত্মনির্ভরশীল জাতি গঠনে তরুণদের অনলাইনে আউটসোর্সিং অথবা দক্ষ ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তোলা সময়ের দাবি। কুমিল্লায় ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে ফ্রিল্যান্সিং ও আউট সোর্সিং বিষয়ক সেমিনারে এসব কথা বলেন বক্তারা। সোমবার (০৪ নভেম্বর) প্রতিষ্ঠানটির আইসিটি ক্লাবের উদ্যোগে আয়োজিত এ সেমিনারে প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন বিপুল সংখ্যক শিক্ষার্থী। পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক খলিলুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন- প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ মোঃ মোস্তাক আহমদ। ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং নিয়ে বক্তব্য রাখেন শিক্ষক পরিষদ সম্পাদক সহকারী অধ্যাপক মো. আবু জাহেদ, আইসিটি বিষয়ক ইনচার্জ সহকারী অধ্যাপক মো. শাহ জাহান এবং পরীক্ষা নিয়ন্ত্রক সহকারী অধ্যাপক কামরুর রশিদ। বক্তারা বলেন- বর্তমানে পুরো বিশ্ব নিয়ন্ত্রণ হচ্ছে তথ্য-প্রযুক্তির মাধ্যমে। তাই এক্ষেত্রে তরুণদের আরও দক্ষতা অর্জন করা জরুরি। চাকরির পেছনে সময় নষ্ট না করে দক্ষতা অর্জন করতে পারলে আত্মনির্ভরশীল হওয়া কঠিন নয়। তাই ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিংয়ে আরও দক্ষ হতে তরুণদের পরামর্শ দেন তারা। 


    add