২৮ অক্টোবরের খুনিদের বিচার দাবিতে কুমিল্লা মহানগর জামায়াতের সমাবেশ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২৮ অক্টোবর, ২০২৪ ২০:৩৩ পি এম

২০০৬ সালের ২৮ অক্টোবরের লগি-বৈঠার তাণ্ডবে নির্বিচারে মানুষ হত্যা ও খুনিদের বিচারের দাবিতে সোমবার (২৮ অক্টোবর) বিকালে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে সমাবেশ ও প্রামাণ্যচিত্র প্রদর্শণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংগঠনের কুমিল্লা মহানগরী জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে সেক্রেটারি অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুনের পরিচালনায় সমাবেশ
বক্তব্য রাখেন, নায়েবে আমির মোহাম্মদ মোছলেহ উদ্দিন, মহানগর সহকারী, সেক্রেটারি যথাক্রমে, কামারুজ্জামান সোহেল, কাউন্সিল মোশারফ হোসাইন,আদর্শ সদর দক্ষিণ সাংগঠনিক থানা আমির অ্যাডভোকেট নাছির আহম্মেদ মোল্লা, শিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ইউসুফ ইসলাহী, আদর্শ সদর উত্তর সাংগঠনিক থানা আমীর মজিবুর রহমান,পেশাজীবী থানা সভাপতি অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী, সদর দক্ষিণ সাংগঠনিক থানা আমির মোহাম্মদ হোসাইন,আদর্শ সদর পশ্চিম সাংগঠনিক থানা আমির দেলোয়ার হোসেন সবুজ, আদর্শ সদর পূর্ব সাংগঠনিক থানা সভাপতি অধ্যাপক মফিজুর রহমান, জামায়াতে ইসলামী কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি শাহাদাত হোসাইন, শিবির মহানগর সেক্রেটারি মোহাম্মদ হাসানসহ আরও অনেকে। সভাপতির বক্তব্য কাজী দ্বীন মোহাম্মদ বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের মাধ্যমে যে লগি-বৈঠার তাণ্ডব হয়েছে তার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে ম্লান করা হয়েছে এবং বাংলাদেশের মানুষের ভাগ্যকে ধুলিস্যাৎ করে দিয়েছে। আওয়ামী লীগ এদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে, দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে। তাদের সেই পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে হবে।
তিনি আরও বলেন, শেখ হাসিনার নির্দেশে সেদিন লগি-বৈঠা দিয়ে ২০০৬ সালের ২৮ অক্টোবর জামায়াতে ইসলামী ও ইসলামী শিবিরের নেতাকর্মীদেরকে হত্যা করেছিলো। তারা সেদিন হত্যা করে লাশের ওপর নৃত্য করেছিলো। ২৮ অক্টোবরের সেই খুনিদের বিচার করতে হবে।
- বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে কুমিল্লায় এনসিপির বিক্ষোভ মিছিল
- কুমিল্লায় ছাত্রীদের স্বাস্থ্য সচেতনতায় ব্যতিক্রমী আয়োজন
- কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সাবেক আমির অসুস্থ খন্দকার দেলোয়ারের পাশে ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্সের নেতৃবৃন্দ
- চাঁদপুরে দাখিল পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে মাদ্রাসার সুপারসহ আটক তিন
- কুমিল্লায় ট্রেন কেড়ে নিলো তিন যুবকের প্রাণ
- কোন পথে শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ?
- কুবির এ ইউনিটে পাস ৩৪.০৫, সি-তে ৬৯.৭৫
- চৌদ্দগ্রাম উপজেলা শিবির সভাপতি শাহাব উদ্দিন পাটোয়ারী হত্যায় ১৩ জনের বিরুদ্ধে মামলা
- বিশেষ চাহিদা সম্পন্নদের উন্নয়নের অংশীদার না করলে উন্নত সমাজ ও রাষ্ট্র পাওয়া যাবে না- কুমিল্লার জেলা প্রশাসক
