বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, , ১১ জ্বমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
  • আইভীর দেশত্যাগে নিষেধাজ্ঞা একুশে বইমেলা নিয়ে যে সিদ্ধান্ত জানালো সংস্কৃতি মন্ত্রণালয় কুমিল্লার মাঠে মাঠে সোনালী উৎসব দাউদকান্দিতে বাগান থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার  ট্রাইব্যুনালে ৯ জনের বিরুদ্ধে পা হারানো সেই লিমনের অভিযোগ বুড়িচংয়ের ভরাসার ইঞ্জিনিয়ার এরশাদ গার্লস হাইস্কুলে বাংলাদেশ স্কাউটসের ডে ক্যাম্প কুমিল্লা মহানগরী জামায়াতের মজলিসে শূরার প্রথম অধিবেশন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে টেন্ডার ছাড়াই গাছ কাটার অভিযোগ কুমিল্লা অঞ্চলে শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক ধারার স্বপ্ন দেখেছেন একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক অজিত কুমার গুহ কুমিল্লার আদালতে সাবেক আইজিপি শহীদুল হক ও সাবেক যুগ্ম-সচিব কিবরিয়াকে মারধরের চেষ্টা, রিমান্ড মঞ্জুর
  • ২৮ অক্টোবরের খুনিদের বিচার দাবিতে কুমিল্লা মহানগর জামায়াতের সমাবেশ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন

    ২৮ অক্টোবরের খুনিদের বিচার দাবিতে কুমিল্লা মহানগর জামায়াতের সমাবেশ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন
    ছবি- কুমিল্লা মেইল

    ২০০৬ সালের ২৮ অক্টোবরের লগি-বৈঠার তাণ্ডবে নির্বিচারে মানুষ হত্যা ও খুনিদের বিচারের দাবিতে সোমবার (২৮ অক্টোবর) বিকালে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে সমাবেশ ও প্রামাণ্যচিত্র প্রদর্শণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংগঠনের কুমিল্লা মহানগরী জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে সেক্রেটারি অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুনের পরিচালনায়  সমাবেশ 
    বক্তব্য রাখেন, নায়েবে আমির মোহাম্মদ মোছলেহ উদ্দিন, মহানগর সহকারী, সেক্রেটারি যথাক্রমে, কামারুজ্জামান সোহেল, কাউন্সিল মোশারফ হোসাইন,আদর্শ সদর দক্ষিণ সাংগঠনিক থানা আমির অ্যাডভোকেট  নাছির আহম্মেদ মোল্লা, শিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ইউসুফ ইসলাহী, আদর্শ সদর উত্তর  সাংগঠনিক থানা আমীর মজিবুর রহমান,পেশাজীবী থানা সভাপতি অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী, সদর দক্ষিণ  সাংগঠনিক থানা আমির মোহাম্মদ হোসাইন,আদর্শ সদর পশ্চিম সাংগঠনিক থানা আমির দেলোয়ার হোসেন সবুজ, আদর্শ সদর পূর্ব সাংগঠনিক থানা সভাপতি  অধ্যাপক মফিজুর রহমান, জামায়াতে ইসলামী কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি শাহাদাত হোসাইন, শিবির মহানগর সেক্রেটারি মোহাম্মদ হাসানসহ আরও অনেকে। সভাপতির বক্তব্য কাজী দ্বীন মোহাম্মদ বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের মাধ্যমে যে লগি-বৈঠার তাণ্ডব হয়েছে তার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে ম্লান করা হয়েছে এবং বাংলাদেশের মানুষের ভাগ্যকে ধুলিস্যাৎ করে দিয়েছে। আওয়ামী লীগ এদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে, দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে। তাদের সেই পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে হবে।
    তিনি আরও বলেন, শেখ হাসিনার নির্দেশে সেদিন লগি-বৈঠা দিয়ে ২০০৬ সালের ২৮ অক্টোবর জামায়াতে ইসলামী ও ইসলামী শিবিরের নেতাকর্মীদেরকে হত্যা করেছিলো। তারা সেদিন হত্যা করে লাশের ওপর নৃত্য করেছিলো। ২৮ অক্টোবরের সেই খুনিদের বিচার করতে হবে। 


    add