বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, , ১৯ রবিউল সানি ১৪৪৬

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

দেশের বায়ু দেশের মাটি, গাছ লাগিয়ে করব খাঁটি এ স্লোগানে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ আঙ্গিনায় আম, লিচু, আমড়া, মাল্টা, আনারসহ বিভিন্ন প্রজাতির ফলদ বৃক্ষরোপণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতি-কুভিকসাস এর উদ্যোগে ও মাইনাস পিউর পণ্যের অর্থায়নে এ বৃক্ষরোপন কার্মসূচী পালিত হয়। সকাল ১১টায় কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় পর্যায়ে অন্যতম কলেজ অধ্যক্ষ প্রফেসর ড.আবু জাফর খান। এসময় উপস্থিত ছিলেন কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মৃণাল কান্তি গোস্বামী, শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ মঈন উদ্দিন, প্রাণিবিদ্যা বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. মহিউদ্দিন মোহাম্মদ শাহজাহান ভূইয়া,সহকারী অধ্যাপক কুভিকসাস উপদেষ্টা মোহাম্মদ চাঁদ মিয়া, প্রাণিবিদ্যা বিভাগের সহকারি অধ্যাপক মো. রিপন মিঞা, দৈনিক বাংলা কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টু, মাইনাস পিউর পণ্যের স্বত্তাধিকারী এমদাদুল হক মাইনাস, কুভিকসাসের সভাপতি আশিক ইরান, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান রাসেল, সহসাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সুমন, বিজ্ঞাপন সম্পাদক সাইফুল ইসলাম তানজিদ, কার্যকরী সদস্য পুতুল আক্তার রলি, ভিক্টোরিয়া এগ্রো এন্ড নার্সারি রিসাইকেল বিন কুমিল্লার এডমিন মোহাম্মদ নাঈম সানি, ভিক্টোরিয়া ই-কমার্স ফোরাম মডারেটর নাজমুল হাসান ফারাবী, মানসুর মিরন ও কুভিকসাস সদস্য মাকছুদুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ। ভিক্টোরিয়া এগ্রো এন্ড নার্সারি রিসাইকেল বিন কুমিল্লার সার্বিক সহযোগিতায় দেশের বনজ সম্পদ বৃদ্ধি ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় সবাইকে স্বপ্রণোদিত হয়ে বৃক্ষরোপণে উৎসাহিত করার লক্ষ্যেই এ কর্মসূচির পালন করা হয়। উদ্বোধকের বক্তব্যে কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান বলেন, বাগান পরিকল্পনা ২০২৩ বাস্তবায়নের মাধ্যমে ভিক্টোরিয়া কলেজের উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি শাখাকে শতাধিক প্রজাতির ফলদ,বনজ, ঔষধি ও সৌন্দর্যবর্ধক বৃক্ষ রোপনের মাধমে সবুজ ক্যাম্পাসে পরিণত করা হবে।