মেধাবী ও সাহসী সাংবাদিকদের কাজ করার সুযোগ দেয়া হবে- কাদের গনি চৌধুরী
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২০ অক্টোবর, ২০২৪ ১৪:৪২ পি এম
রাষ্ট্র সংস্কারের পাশাপাশি মিডিয়ায় নতুন সংস্করণ করা হবে। বিগত দিনে কিছু সাংবাদিক স্বৈরাচারীর দাপট নিয়ে নিজে মূল ধারার সাংবাদিকতা না করেও দাম্ভিকতা করেছেন। নৈতিকতা হারিয়ে অবৈধভাবে সম্পদ অর্জন করেছেন, তারা নিজ দায়িত্বে সরে জান। আমরা বিগত ১৫ বছর দেখে আসছি আপনাদের কর্মকাণ্ড। আর দেখতে চাই না, এবার দেশ প্রেম ও নৈতিকতা ঠিক রেখে মূলধারা সাংবাদিকতা করতে হবে। সাংবাদিকতায় মেধাবী ও তরুণদের সুযোগ দেয়া হবে। নতুন যারা নিয়োগ পাবে তাদেরকে কোন রকম বিব্রতকর করবেন না। তাদেকে সহযোগিতা করতে হবে। অন্যথায় স্বৈরশাসকের মত আপনাকেও আত্মগোপনে থাকতে হবে। চট্রগ্রাম মেট্রোপলিটন সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গনি চৌধুরী। তিনি আরো বলেন, স্বাধীন সাংবাদিকতা ছাড়া গণতন্ত্র সুরক্ষা পাবেনা।গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাইলে অবশ্যই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন, ছাত্রহত্যা ও গণহত্যায় জড়িতদের রাজনীতি কিংবা সাংবাদিকতা অথবা অন্যপেশায় থাকার সুযোগ নেই। কারণ এরা জাতির দুশমন।এদের সাথে আপোষ করা মানে শহীদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করা। শনিবার (১৯ অক্টোবর ২৪) সিএমইউজে মিলনায়তনে চট্টগ্রামে মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়ন আয়োজনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব বলেন। সিএমইউজে সভাপতি শাহ নওয়াজের সভাপতিত্বে ও সালেহ নোমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সিনিয়র সাংবাদিক জাহিদুল করিম কচি,মইনুদ্দীন কাদেরী শওকত, মোস্তফা নঈম, আবদুল্লাহ আল মাহমুদ, মোহাম্মদ তোহা, সারোয়ার উদ্দিন আহমেদ,মজুমদার নাজিম,সাইফুল ইসলাম শিল্পী ,মিয়া মোহাম্মদ আরিফ, সোহাগ কুমার বিশ্বাস,শহিদুল ইসলাম, আলমগীর নুর, হাসান মুকুল, সুপলাল বড়ুয়া,আড়িয়ান লেলিন, আমিরুল ইসলাম, ওয়াহিদ হাসান মিন্টু, মাহবুবু রশিদ, কামরুল হুদা, গোলাম মাওলা মুরাদ,শাননেওয়াজ রিটন প্রমুখ বক্তব্য রাখেন।
- সড়কে গাড়ি রেখে চালকদের ঘুম।।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট
- বিজ্ঞান ও প্রযুক্তির উদ্ভাবনের মাধ্যমে সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে কুমিল্লা সদর উপজেলায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা।
- ভিক্টোরিয়া কলেজ কর্মচারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো ছাত্রশিবির
- কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত
- ভিক্টোরিয়া কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে ছাত্রদের সংবাদ সম্মেলন
- কুমিল্লায় হাইটেক পার্কের ফ্রিল্যান্সিং বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচীর সার্টিফিকেট বিতরণ
- কুমিল্লায় দৈনিক সংগ্রামের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
- কী করতে চায় জামায়াত
- চান্দিনায় মানবতা সংগঠনের কমিটি গঠন
- চান্দিনার রসুলপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চার তলা ভবনের উদ্বোধন