বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, , ১৯ রবিউল সানি ১৪৪৬

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ভিক্টোরিয়া কলেজে বৃক্ষরোপন কর্মসূচী পালিত

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ভিক্টোরিয়া কলেজে বৃক্ষরোপন কর্মসূচী পালিত
যুব রেড ক্রিসেন্টের উদ্যোগে ভিক্টোরিয়া কলেজে বৃক্ষরোপন কর্মসূচী পালিত

৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস ২০২৩ উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচী পালন করেছে যুব রেড ক্রিসেন্ট কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ শাখা। প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে, সবাই মিলে করি পন, বন্ধ হবে প্লাস্টিক দূষণ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করে সংগঠনটি।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মৃণাল কান্তি গোস্বামী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট ভিক্টোরিয়া কলেজ শাখার প্রফেসর ইনচার্জ মোহাম্মদ সিপন মিয়া, সহকারী প্রফেসর ইনচার্জ মোহাম্মদ ওমর ফারুক মজুমদার। দলনেতা আজিম উদ্দিন ফাহিম , সহকারী দলনেতা আব্দুল হান্নান ও মো:আনিসুল ইসলাম, প্রাক্তন দলনেতা মাইনুল ইসলাম রাজু ও সাবেক সহকারী দলনেতা ইয়াসিন প্রধানসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে কলেজ অধ্যক্ষ প্রফেসর ড.আবু জাফর খান বলেন, বিশ্ব উষ্ণায়নের যুগে পৃথিবীকে বসবাস উপযোগী করতে বৃক্ষরোপনের বিকল্প নেই। আসছে বর্ষা মৌসুমে  বাড়ির আঙিনায় ব্যক্তিগত উদ্যোগে ১টি করে হলেও গাছ লাগানো উচিত। ভিক্টোরিয়া কলেজে মাটি ভরাট করার কারণে নতুন করে বৃক্ষ রোপনের সুযোগ সৃষ্টি হয়েছে। খালি জায়গাগুলোতে আমরা ফলদ, বনজ ও শোভাবর্ধক বৃক্ষ রোপনের উদ্যোগ নিয়েছি।

দলনেতা  আজিম উদ্দিন ফাহিম বলেন, যুব রেড ক্রিসেন্ট মূল কাজের পাশাপাশি সামাজিক বনায়ন ও ক্যাম্পাসকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কাজ করছে। সংগঠনের উদ্যোগে এমন কার্যক্রম ভিক্টোরিয়াকে সবুজ ক্যাম্পাসে পরিণত করবে।


চিত্র গ্রহন মাকছুদুর রহমান