কুমিল্লার তিন উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ৫ জুন, ২০২৪ ১০:০৮ এএম

নিজস্ব প্রতিবেদক।। আজ ৫ জুন বুধবার ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপে কুমিল্লার ৩টি উপজেলা পরিষদের নির্বাচনে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ চলছে। শেষ হবে বিকাল ৪টায় উপজেলা তিনটি হচ্ছে চৌদ্দগ্রাম, হোমনা ও নাঙ্গলকোট। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা উপজেলা প্রশাসন, পুলিশ র্যাব, আনসার ও আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারিতে রয়েছে। ৩টি উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ২৬ প্রার্থীর মধ্যে হোমনা উপজেলায় ৯ জন প্রার্থীর মধ্যে চেয়ারম্যান ৩ জন, ভাইস চেয়ারম্যান ৩ জন। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ৩টি উপজেলা পরিষদ নির্বাচনের ভোট কেন্দ্র ১৭টি এবং ভোট কক্ষ ২ হাজার ৪২টি। ভোট গ্রহণে রয়েছেন ৭ হাজার ৮৬ জন ভোট গ্রহণ কর্মকর্তা প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার। নিয়োগকৃত কর্মকর্তাদের সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য ইতিমধ্যে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। ৩টি উপজেলার ভোট কেন্দ্র ভোট কক্ষ এবং ভোট গ্রহণ কর্মকর্তাদের মধ্যে হোমনা উপজেলায় ভোট কেন্দ্র ৬১টি, ভোট কক্ষ ৪৩৭টি এবং ভোট গ্রহণ কর্মকর্তা ১ হাজার ৫০৯ জন, চৌদ্দগ্রাম উপজেলায় ভোট কেন্দ্র ১৪২টি, ভোট কক্ষ ৭৯২টি এবং ভোট গ্রহণ কর্মকর্তা ২ হাজার ৭৬৯ জন। নাঙ্গলকোট উপজেলায় ১০ জন প্রার্থীর মধ্যে চেয়ারম্যান ৩ জন, ভাইস চেয়ারম্যান ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।নাঙ্গলকোট উপজেলায় ভোট কেন্দ্র ১১৪টি, ভোট কক্ষ ৮১৩ জন এবং ভোট গ্রহণ কর্মকর্তা ২ হাজার ৮০৮ জন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায় ৩টি উপজেলায় মোট ভোটার ৯ লাখ ১৩ হাজার ১১৫ জন। এর মধ্যে হিজরা ৫জন, পুরুষ ৪ লাক ৭২ হাজার ১৪২ জন এবং মহিলা ৪ ভোটার ৪ লাখ ৪০ হাজার ১৬৮ জন। উপজেলাওয়ারী ভোটারদের মধ্যে নাঙ্গলকোট উপজেলয় ৩ লাখ ৩৫ হাজার ৭৪১ জন ভোটারের মধ্যে হিজড়া১ জন, পুরুষ ১ লাখ ৭ হাজার ২৯০ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৬২ হাজার ৪৫০ জন।হোমনা উপজেলায় ১ লাখ ৭৯ হাজার ২৪৩ জন ভোটারের মধ্যে পুরুষ ১৪ হাজার ১৭৪ জন, মহিলা ভোটার ৮৫ হাজার ৬৯ জন। চৌদ্দগ্রাম উপজেলায় ৩ লাখ ৯৮ হাজার ১৩১ জন ভোটারেরমধ্যে হিজড়া ৪ জন, পুরুষ ভোটার ২ লাখ ৪ হাজার ৬৭৮ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৯৩ হাজার ৪৪৯ জন।হোমনা এবং চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্বে রয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ শামছুল হক তাবরীজ এবং ১ম দফা নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্বে রয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ শামছুল হক তাবরীজ এবং ১ম দফা নির্বাচনে স্থগিত নাঙ্গলকোট উপজেলা নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনির হোসাইন খান।
- কুমিল্লা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- কুমিল্লার তিননদী পরিষদ মঞ্চে ক্যাম্পাস বার্তার গান-কবিতা-নৃত্য পরিবেশনা
- প্রথম আলো কুমিল্লা বন্ধুসভার ভাষা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন আটক
- এবার কুমিল্লার আদালত প্রাঙ্গণসহ শেখ মুজিবের দুইটি ম্যুরাল বুলডোজার দিয়ে ভাঙচুর
- সাংবাদিক নওশাদ কবিরের ৪২তম মৃত্যুবার্ষিকীতে চিত্রাংকন প্রতিযোগিতা
- তরুণদের মাধ্যমে আগামী প্রজন্ম পাবে সুন্দর বাংলাদেশ- কুমিল্লার জেলা প্রশাসক আমিরুল কায়ছার
- কুমিল্লায় অনূর্ধ্ব-১৮ যুব কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন
- নাঙ্গলকোটে বাবা-মায়ের স্বপ্ন পূরণ করলেন চিকিৎসক দুই ছেলে
- যেকোনো ষড়যন্ত্র মোকাবেলার ঘোষণা কুমিল্লার শিক্ষার্থীদের
