বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬,

শিরোনাম :
  • অস্ত্রধারী সন্ত্রাসীদের হামলায় আহত জামায়াত নেতা কে দেখতে হাসপাতালে কাজী দ্বীন মোহাম্মদ ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও সমাজকর্মীর করণীয় শীর্ষক কর্মশালা একটি ইজিবাইক ও  অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী উদ্ধার করে বিজিবি ১০ বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও আঞ্চলিক রাজনীতি নিয়ে বাইউস্টে সেমিনার নির্বাচন ঘিরে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ‌‘জরুরি নির্দেশনা’ দিলো মাউশি আওয়ামী লীগের নেতা থেকে হয়ে গেলেন জামায়াতের ওয়ার্ড আমির আওয়ামী লীগের মতই জঘন্য কাজ করছে জামায়াত : কায়কোবাদ কুমিল্লা মেডিকেল কলেজে একাডেমিক কার্যক্রম স্থগিত করে সন্ধানীর ব্যানারে বিএনপির দলীয় কর্মসূচির অভিযোগ জমি নিয়ে বিরোধের জেরে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ জকসুতেও ছাত্রদলের ভরাডুবি, কীভাবে হজম করবেন তারেক রহমান?
  • কুমিল্লায় ভোট বর্জনের লিফলেট বিতরণের সময় শ্রমিক দলের দুই নেতা আটক

    কুমিল্লায় ভোট বর্জনের লিফলেট বিতরণের সময় শ্রমিক দলের দুই নেতা আটক
    ছবি/সংগৃহীত

    কুমিল্লায় ভোট বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা, আদর্শ সদর ও মহানগর বিএনপিসহ সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা। এ সময় ২ জনকে আটক করেছে পুলিশ। তারা হলেন দক্ষিণ জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুর রহমান ও শ্রমিক নেতা হেলাল উদ্দিন। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ওসি ফিরোজ হোসেন।

    কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৯ ডিসেম্বর) দুপুরে নগরীর রানির বাজার ও ফৌজদারি মোড়সহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন বিএনপির নেতা-কর্মীরা। এতে নেতৃত্ব দেন আদর্শ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক রেজাউল কাইউম, সদস্য সচিব শফিউল আলম রায়হান এবং দক্ষিণ জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুর রহমান। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট আলী আক্কাস বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নেতা-কর্মীরা শান্তিপূর্ণভাবে লিফলেট বিতরণ করছিলেন। সেখান থেকে পুলিশ কুমিল্লা দক্ষিণ জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুর রহমান ও শ্রমিক নেতা হেলাল উদ্দিনকে আটক করে।কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ হোসেন বলেন, ভোট বর্জনের আহ্বানে লিফলেট বিতরণের সময় দুই জনকে আটক করা হয়েছে।


     


    add