নামাজে আগ্রহী করতে শিশুদের জন্য মসজিদে চকলেটের ব্যবস্থা ছাত্রদলের
- ডেস্ক রিপোর্টার
- প্রকাশ: ৩০ সেপ্টেম্বর, ২০২৫ ০৭:২৬ এএম
কোমলমতি নামাজের প্রতি আগ্রহী করে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদল এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ ছাত্রদলের কয়েকজন নেতা। তারা রাজধানীর বিভিন্ন মসজিদে বাচ্চাদের জন্য চকলেট রেখে দিচ্ছেন।
রবিবার (২৮ সেপ্টেম্বর) বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের (কেন্দ্রীয় কমিটি) সহদফতর সম্পাদক ও ইউনিভার্সেল মেডিকেল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ডা. এম এ তাইফুল হকের উদ্যোগে এই কার্যক্রম পরিচালিত হয়। এতে ছাত্রদল নেতা মোবাশ্বির ইবনে বারীসহ অনেকেই সম্পৃক্ত বলে জানা গেছে।
ছাত্রদলের এই উদ্যোগের প্রশংসা করে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই পোস্ট দিচ্ছেন। তারা বলছেন, এটি ছাত্র সংগঠনগুলোর মধ্যে ইতিবাচক রাজনৈতিক প্রতিযোগিতার অংশ।
এ বিষয়ে ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, বাচ্চাদের ইসলামী মূল্যবোধ এবং ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়, আমরা গণমাধ্যমে সেগুলো দেখেছি। আমাদের ছাত্রদলের একটা ইউনিট এই ধরনের উদ্যোগ নিয়েছে। কোমলমতি শিশুদের ধর্মীয় মূল্যবোধ এবং নামাজে উদ্বুদ্ধ করতে নিঃসন্দেহে এটা ভালো উদ্যোগ।
ছাত্র সংগঠন হিসেবে বিভিন্ন সামাজিক উদ্যোগ নেওয়ার পরিকল্পনা ছাত্রদলের আছে এবং সেগুলো নিয়ে কাজ করা হচ্ছে বলেও জানান নাসির।
- নানা অসিলায় নির্বাচন বানচাল করার চেষ্টা চলছে: খন্দকার মোশাররফ হোসেন
- আমাকে খুঁইজেন না। আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে
- কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ৪৪ নেতাকর্মী আটক
- ডাকসুতে বিজয়ী মাহবুবুর রহমানকে মুরাদনগর ছাত্র ফোরামের সংবর্ধনা
- প্রয়োজনে আবার ৫ আগস্টের আবির্ভাব হবে: তাহের
- কুমিল্লা সহ সারা দেশে একযোগে বাংলাদেশ কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশন কর্তৃক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
- “বাহ্যিক জৌলুস নয়, অন্তরের সততাই সত্য পরিচয়”
- কুমিল্লায় বিএনপি’র প্রার্থী কালামকে সমর্থন জানিয়ে সহযোগিতার আশ্বাস প্রতিদ্বন্দ্বী দোলার
- জামায়াত কর্মীরা বাস স্টেন্ড, টেম্পু স্টেন্ড দখল করে নাই, চাঁদাবাজদের চিনে রাখুর
- আওয়ামী লীগ হলো একটি রক্ত পিপাসু দল,কুমিল্লায় বিক্ষোভ মিছিল উক্ত সমাবেশে বক্তারা