শুক্রবার, ১১ জুলাই ২০২৫,

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু
ছবি/সংগৃহীত

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে এক স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু হয়েছে। শনিবার (৩১ মে) সকাল ৯টায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের জেলার মো. আব্দুল্লাহেল আল-আমিন।

ওই স্বেচ্ছাসেবক লীগ নেতার নাম মো. ইমাম হোসেন বাচ্চু। তিনি কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি।

জেলার আব্দুল্লাহেল আল-আমিন বলেন, ‘সকাল ৯টায় ওই আসামি অসুস্থ হয়ে পড়েন। পরে তাৎক্ষণিক তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক সেখানে তাকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবো।