বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, , ১৯ রবিউল সানি ১৪৪৬

শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান প্রফেসর ড. আবু জাফর খান

শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান প্রফেসর ড. আবু জাফর খান
শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এর প্রাথমিক বাছাই পর্বে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান। গত ৫ এপ্রিল শিক্ষা মন্ত্রনালয় সচিব সোলেমান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সারা দেশে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উদযাপনের সিদ্ধান্ত গৃহিত হয়। এরই ধারাবাহিকতায় দেশের সকল জেলা-উপজেলায় শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহনে অনুষ্ঠিত হয় জাতীয় শিক্ষা সপ্তাহ। বাছাই পর্বে শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হিসেবে অভিজ্ঞতা, ছাত্র-ছাত্রী, সহকর্মী ও অভিভবকদের সহযোগিতা, চারিত্রিক দৃঢ়তা, ব্যক্তিত্ব সততা, সুনাম ও প্রশাসনিক দক্ষতাসহ মোট ১০টি যোগ্যতার আলোকে নির্বাচন করা হয় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান। প্রাথমিক ধাপে কুমিল্লা সদর থেকে সর্বোচ্চ ৯২ নাম্বার পেয়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন ভিক্টোরিয়া কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান। স্কুল পর্যায়ে প্রথম হয়েছেন নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান রাশেদা আক্তার, কারিগরি পর্যায়ে রিলায়েন্স বহুমুখী কলেজ অধ্যক্ষ মোঃ মোফাজ্জল হায়দার এবং মাদরাসা পর্যায়ে রাচিয়া বাগবের ডিএস আলিম মাদ্রাসার অধ্যক্ষ সফিকুল আমিন পাটোয়ারী।

এছাড়াও বাছাই পর্বে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মহিউদ্দিন মোঃ শাহজাহান ভূঁইয়া। বিশিষ্ট শিক্ষানুরাগী ও বর্ণাঢ্য জীবনের অধিকারী প্রফেসর ড. আবু জাফর খান ১৯৬৬ সালের ৩১ অক্টোবর চাঁদপুর জেলার মতলব (উত্তর) ঠাকুরচর গ্রামে জন্মগ্রহণ করেন।১৯৮১ সালে ছেংগারচর হাইস্কুলে এসএসসি এবং ১৯৮৩ সালে ঢাকা কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উচ্চ শিক্ষার সােপানে পা রাখেন। এর মধ্যে ১৯৮৬ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে গণিত বিষয়ে স্নাতক(সম্মান) এবং ১৯৮৭ সালে একই প্রতিষ্ঠান থেকে প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৯৩ সালে ১১তম বিসিএস মাধ্যমে ক্যাডারভুক্ত হন এবং চাকুরীরত অবস্থায় ২০১১ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে তিনি (পিএইচডি) অর্জন করেন।