মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, , ১৮ রবিউল সানি ১৪৪৬

গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার ‘খ’ ইউনিটের পরীক্ষা সম্পন্ন

কুবিতে ‘খ’ ইউনিটের উপস্থিতি ৯৮ শতাংশ

কুবিতে ‘খ’ ইউনিটের উপস্থিতি ৯৮ শতাংশ
গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা

দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার ‘খ’ ইউনিটের পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) কেন্দ্রে উপস্থিতি ছিল ৯৮.০৫ শতাংশ এবং অনুপস্থিতি ছিল ১.৯৫ শতাংশ। শনিবার (২০ মে) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধীনে মোট ছয়টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন কুবি কেন্দ্রের পরীক্ষা কমিটির আহ্বায়ক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এন এম রবিউল আউয়াল চৌধুরী।

তিনি বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধীনে ছয়টি উপ-কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট ছয় হাজার ৯৬২ পরীক্ষার্থীর মধ্যে ছয় হাজার ৮২৬ পরীক্ষার্থী

উপস্থিত ছিল। আর অনুপস্থিত ছিল ১৩৬ জন।

তিনি আরো বলেন, ‘ঈদ উপলক্ষে দীর্ঘ দিন ক্যাম্পাস বন্ধ থাকা এবং ক্যাম্পাস খোলার পর বিভিন্ন প্রাকৃতিক ও অপ্রাকৃতিক প্রতিবন্ধকতা সত্ত্বেও সবার সার্বিক সহযোগিতায় আমরা সুন্দর ও সাবলীলভাবে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে পেরেছি।’

বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, ‘সুষ্ঠুভাবেই আমরা পরীক্ষা শেষ করতে পেরেছি। কেন্দ্রের সার্বিক দিক অনেক ভালো ছিল।

প্রতিটি কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছিল। পরীক্ষা চলাকালীন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’ তিনি আরো জানিয়েছেন, ‘প্রতিটি কেন্দ্রে ১৪৪ ধারা জারি করা ছিল। ম্যাজিস্ট্রেট ও পুলিশ সার্বক্ষণিক পর্যবেক্ষণে ছিল। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ও রোভার স্কাউটস সদস্যরা যথাযথ দায়িত্ব পালন করেছে। আমাদের প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বের প্রতি আন্তরিক ছিল বলেই ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। সামনের পরীক্ষাতে আমরা আরো সুন্দর পরিবেশ বজায় রাখার চেষ্টা করব।’

আগামী ২৭ মে ‘ক’ ইউনিটের এবং ৩ মে ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে গুচ্ছ পদ্ধতিতে সমন্বিত ভর্তি পরীক্ষা।


আ১