মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, , ১৮ রবিউল সানি ১৪৪৬

আওয়ামী লীগ নেতাকর্মীদের নাম ধরে ধরে মামলা দিতে হবে- কুমিল্লায় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ

আওয়ামী লীগ নেতাকর্মীদের নাম ধরে ধরে মামলা দিতে হবে- কুমিল্লায় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ
ছবি- কুমিল্লা মেইল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন- আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নাম ধরে ধরে মামলা দিতে হবে। তাদেরকে ঘরে থেকে ধরে এনে পুলিশে দিতে হবে। তারা যেভাবে মানবাধিকার হরণ করেছে, তাদের আর পুনর্বাসনের সুযোগ নেই। সন্ত্রাসী সংগঠন হিসেবে তাদেরকে নিষিদ্ধ করতে হবে। ভারতের আগরতলায় শেখ হাসিনা ও আওয়ামী লীগে নেতাকর্মীদের ষড়যন্ত্রমূলক বৈঠক ও মুজিবনগর সরকারের আদলে সরকার ঘোষণার চেষ্টার প্রতিবাদে কুমিল্লায় মশাল মিছিল পরবর্তী সমাবেশে এসব কথা বলেন তিনি। শনিবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৮টায় নগরীর টাউনহল মাঠ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ মিছিলটি পূবালী চত্বর ও লিবার্টি চত্বর প্রদক্ষিণ করে রাজগঞ্জ ট্রাফিক মোড়ে সমাবেশে মিলিত হয়। এতে নেতৃত্ব দেন দুই কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও আবদুল হান্নান মাসুদ। এ সময় শিক্ষার্থীরা আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দেন। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন- আমরা জানতে পেরেছি কুমিল্লার বিবির বাজার সীমান্তে কুমিল্লা, নোয়াখালী ও চাঁদপুর এলাকার আওয়ামী লীগ নেতাকর্মীরা ষড়যন্ত্রমূলক বৈঠক করেছেন। রবিবার (২০ অক্টোবর) ভারতের আগরতলায় শেখ হাসিনার উপস্থিতিতে তারা মুজিব নগর সরকারের আদলে সরকার ঘোষণা করবেন। যদি সত্যি সত্যি এমন পদক্ষেপ নেয়ার চেষ্টা করা হয়, তাহলে  ছাত্র সমাজ বসে থাকবে না। ষড়যন্ত্রকারীদের বিষদাঁত উপড়ে ফেলতে সর্বাত্মক আন্দোলন গড়ে তোলা হবে।