মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, , ১৮ রবিউল সানি ১৪৪৬

কুমিল্লায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দানোৎসব উদযাপন

কুমিল্লায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দানোৎসব উদযাপন
ছবি- কুমিল্লা মেইল

ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে দেশের উন্নয়নে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন, কুমিল্লা সেনানিবাসের ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. জাহাঙ্গীর আলম। শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরে কোটবাড়ীর নবশালবন বৌদ্ধ বিহার ও শান্তি প্যাগোডা অনালয়ো এ আয়োজিত বৌদ্ধদের সবচেয়ে বড় উৎসব ২৩তম দানোত্তম পবিত্র কঠিন চীবর দানোৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান। এসময় তিনি আরও বলেন, ধর্ম মানুষের জন্য, ধর্ম মানুষকে মানুষ হতে শেখায়। যেখানে কোন আইন থাকে না, আইনপ্রয়োগকারী সংস্থা থাকেনা, সেখানে আমাদের ধর্মীয় অনুশাসন কাজ করে। শ্রীমৎ জিনসেন মহাস্থবিরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে, বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক - মো. আমিরুল কায়সার। প্রধান আলোচক- আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ শ্রীমৎ সুনন্দপ্রিয় ভিক্ষু। এসময় বিভিন্নস্থান থেকে আগত হাজার হাজার ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন।