মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, , ১৮ রবিউল সানি ১৪৪৬

বরুড়ায় যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্রসহ একজন আটক  

বরুড়ায় যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্রসহ একজন আটক  
ছবি- সংগৃহীত

গত ৪ সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনীর নেতৃত্বে ৪-৫ আগস্ট কুমিল্লা জেলার নিরীহ ছাত্র-জনতার ওপর আক্রমণকারী সন্ত্রাসীসহ অস্ত্রধারীদের আটক, অবৈধ মাদক কারবারি এবং অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ত্রাসী কর্মকাণ্ডে অভিযুক্ত ব্যক্তির অবস্থান সম্পর্কে গোপন সংবাদের ভিত্তিতে বরুড়া উপজেলার গইনখালি গ্রাম থেকে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয়। এতে অবৈধ অস্ত্র ব্যবহারে অভিযুক্ত খাজা খায়ের উদ্দীন (৪৮) কে আটক করা হয়। সে স্থানীয় আব্দুর রহমানের ছেলে। তার কাছ থেকে ১টি পিস্তল (চাইনিজ) ও ২টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত ব্যক্তি এবং উদ্ধারকৃত অস্ত্র বরুড়া থানায় হস্তান্তর করা হয়। উল্লেখ্য, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদেরকে আটক না করা পর্যন্ত যৌথ বাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে।