মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, , ১৮ রবিউল সানি ১৪৪৬

ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন
ছবি- কুমিল্লা মেইল

 কুমিল্লায় ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, হামদ্ ও নাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজ অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও গবেষক উপাধ্যক্ষ মো. মোস্তাক আহমেদ। অনুষ্ঠানের আহ্বায়ক ও শিক্ষক পরিষদ সম্পাদক সহকারী অধ্যাপক মো. আবু জাহেদের সঞ্চালনায় মুখ্য আলোচক ছিলেন সহকারী অধ্যাপক দিল আরা আফরোজ ও প্রভাষক কাইজারুল ইসলাম মুহিত। অনুষ্ঠানে বক্তারা বলেন, মানবতার মহান মুক্তির দূত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ (সা:) কে আল্লাহ বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন- তোমাদের জন্য রাসুল (সা.) এর জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ। তাঁর প্রতিটি কথা, কাজ, নির্দেশনা, আদেশ, নিষেধ ও উপদেশ গোটা মানব জাতির দুনিয়া এবং আখেরাতের কল্যাণের বার্তাবাহী। তাই সবাইকে মহানবী (সা.) এর আদর্শ অনুসরণের আহ্বান জানান তারা। প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার হিসেবে ইসলামিক বই দেয়া হয়। সর্বশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।