মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, , ১৮ রবিউল সানি ১৪৪৬

কক্সবাজারের টেকনাফে ৯শ’ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

কক্সবাজারের টেকনাফে ৯শ’ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক
ছবি- কুমিল্লা মেইল

কক্সবাজারের টেকনাফে ৯শ’ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে শালবাগান (ক্যাম্প-২৬) এপিবিএন ক্যাম্পের পুলিশ। সূত্র জানায় ০৯ সেপ্টেম্বর (সোমবার) বিকাল সাড়ে ৩টায় টেকনাফ থানা ক্যাম্প-২৬ এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্সসহ মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধারসহ সন্ত্রাসীদের গ্রেফতার অভিযান চালায়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে শালবাগানের ব্লক-সি/০১, আহমদিয়া নূরানী মাদ্রাসার পশ্চিম পাশে ইটের সলিং রাস্তার ওপর একজন  ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করে। শালবাগান এপিবিএন ক্যাম্পের পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে তাকে গ্রেফতার করেন পুলিশ সদস্যরা। আটককৃত আসামি রোহিঙ্গা মোহাম্মদ তাহের (২৮)। পরবর্তীতে আটককৃত তাকে তল্লাশি করে লুঙ্গির সামনের ডান কোচর হতে ৫টি নীল রঙের জিপার প্যাকেটের মধ্যে ৯’ পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবা এবং গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।