মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, , ১৮ রবিউল সানি ১৪৪৬

ভিক্টোরিয়া কলেজে ক্যারিয়ার ক্লাবের ওরিয়েন্টেশন ক্লাস

ভিক্টোরিয়া কলেজে ক্যারিয়ার ক্লাবের ওরিয়েন্টেশন ক্লাসে লেকচার দিচ্ছেন জাতীয় পর্যায়ে অন্যতম অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান।

ভিক্টোরিয়া কলেজে ক্যারিয়ার ক্লাবের ওরিয়েন্টেশন ক্লাসে লেকচার দিচ্ছেন জাতীয় পর্যায়ে অন্যতম অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান।
ভিক্টোরিয়া কলেজে ক্যারিয়ার ক্লাবের ওরিয়েন্টেশন ক্লাস

দেশে প্রচলিত শিক্ষা ব্যবস্থায় স্নাতক ডিগ্রী অর্জন শেষে শিক্ষার্থীদের নিতে হয় চাকুরীর প্রস্তুতি। প্রতিযোগিতায় এগিয়ে থাকতে শিক্ষার্থীরা বেছে নেন কোচিং সেন্টার কিংবা মানহীন বিশেষ কোর্স যা অনেক সময় ব্যয়সাধ্য ও ভোগান্তির কারণ। এসব অসুবিধার কথা বিবেচনা করে যেকোন প্রতিযোগিতামূলক পরীক্ষায় নিজেকে এগিয়ে রাখতে প্রথম বারের মতো কুমিল্লা ভিক্টোরিয়া  সরকারি কলেজে উদ্বোধন করা হয় ক্যারিয়ার ক্লাব। প্রাথমিক বাছাই পর্বে উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে বুধবার (২১ জুন) ক্লাবের উদ্বোধন করেন জাতীয় পর্যায়ে অন্যতম অধ্যক্ষ ও চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান প্রফেসর ড.আবু জাফর খান। ক্যারিয়ার ক্লাবের প্রধান মডারেটর শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ মঈন উদ্দিন এর সভাপতিত্বে ও প্রভাষক এএমএম মেহেদী রায়হান এর  সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মৃণাল কান্তি গোস্বামী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদ যুগ্ম সম্পাদক খালেদ সাইফুল্লাহ, ব্যবস্থাপনা বিভাগের প্রধান প্রফেসর মো. আবুল কালাম, সহকারী অধ্যাপক মোহাম্মদ ইউনুস মিঞা, যুগ্ম সম্পাদক হাসনা হেনা লিজা, প্রভাষক মো.গুলজার হাসানসহ অন্যান্য অতিথিবৃন্দ। ৬ মাসব্যাপী শিক্ষার্থীদের পরিকল্পিত পাঠদান, সিলেবাস প্রণয়ন, সহজ উপস্থাপন, নিয়মিত পরীক্ষা নেওয়াসহ মক ভাইবার মাধ্যমে পরীক্ষা ভীতি দূর করবে এমন উদ্যোগ।
রসায়ন বিভাগের শিক্ষার্থী মুনতাসির সবুজ বলেন, দেশের কোন শিক্ষা প্রতিষ্ঠান এমন ব্যতিক্রমী উদ্যোগ  গ্রহন করেছে কিনা আমাদের জানা নেই। ক্যারিয়ার ক্লাব আমাদের স্বপ্ন পূরণে নতুন একটি মাইলফলক হবে। কৃতজ্ঞতা প্রকাশ করছি অধ্যক্ষ মহোদয়সহ কলেজ প্রশাসনের প্রতি।
ক্যারিয়ার ক্লাবের প্রধান মডারেটর মোহাম্মদ মঈন উদ্দিন জানান বলেন, বাংলা, ইংরেজি, গণিত, মানসিক দক্ষতা, সাধারণ জ্ঞান, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ে  ছয় মাসে মোট ৬৬ টি ক্লাস হবে।  একই সাথে ৬৩টি ক্লাস টেস্ট ও তিনটি পূর্ণাঙ্গ মডেল টেস্ট গ্রহণ করা হবে। 
বিশেষ অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ প্রফেসর মৃনাল কান্তি গোস্বামী বলেন, পরিকল্পিত ও নিয়মিত অধ্যবসায়ের মাধ্যমে শিক্ষার্থীদের বিসিএস, ব্যাংক ও অন্যান্য প্রতিযোগিতা মূলক পরীক্ষায়  এগিয়ে রাখাই ক্যারিয়ার ক্লাবের লক্ষ্য। 
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. আবু জাফর খান বলেন, ক্যারিয়ার ক্লাবের মাধ্যমে আগামীদিনের স্মার্ট নাগরিক তৈরী হবে। আমরা স্বপ্ন দেখি ভিক্টোরিয়ার শিক্ষার্থীরা সকল প্রতিযোগীতায় এগিয়ে থাকবে। কোন কোচিং নয়, আমাদের ছেলে-মেয়েরা আমাদের মেধাবী শিক্ষকদের মাধ্যমে শিখবে। কর্মজীবনে তারা স্বপ্নের ক্যারিয়ার গঠন করে সাফল্য লাভ করবে।