কুমিল্লা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ
- ডেস্ক রিপোর্টার
- প্রকাশ: ৩ অগাস্ট, ২০২৪ ১৯:১৬ পি এম
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের মুরাদনগরের কোম্পানীগঞ্জ ও দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ি এলাকায় অবস্থান নিয়েছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। এতে দেবিদ্বার থেকে কোম্পানীগঞ্জ এলাকা পর্যন্ত আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।শনিবার (৩ আগস্ট) সকাল থেকে বিকাল পর্যন্ত কুমিল্লা-সিলেট মহাসড়কে আন্দোলনকারীরা অবস্থান নেন। এ সময় বাঁশ ও গাছেরগুঁড়ি ফেলে মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়া হয়। পথচারীরা হেঁটে নিজ গন্তব্যে রওয়ানা দেন। আন্দোলনকারীদের হাতে বাঁশ-লাঠি, মাথায় জাতীয় পতাকা ও চোখে-মুখে লাল ফিতা বেঁধে আন্দোলন করতে থাকেন। আন্দোলনকারীরা মহাসড়কের মাঝখানে বসে বিভিন্ন স্লোগান, কবিতা ও দেশাত্মবোধক গান গাইতে থাকেন। তবে জরুরি সেবা অ্যাম্বুলেন্স ও সাধারণ রোগীদের যেতে দেওয়া হয়।বিকালে সরেজমিনে দেখা গেছে, দেবিদ্বার ভিংলাবাড়ি, কোম্পানীগঞ্জ ব্রিজ ও মুরাদনগর রাস্তার মাথায় প্রায় পাঁচ শতাধিক আন্দোলনকারী অবস্থান নেন। তাদের আন্দোলনে সাধারণ মানুষও অংশ নেন। বিভিন্ন দোকানপাট থেকে আন্দোলনকারীদের বিনামূল্যে পানি ও নাস্তা সরবরাহ করা হয়। আন্দোলনের স্থানীয় সমন্বয়ক নাছির উদ্দিন বলেন, আর কোনো দাবি নেই, এক দফা দাবি আদায় করে ঘরে ফিরব। আমার বহু ভাই হতাহত হয়েছে, তাদের বিচার করতে হবে। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি। আমরা সবাই শিক্ষার্থী। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুক্রবার (২ আগস্ট) রাতে নতুন কর্মসূচি ঘোষণা করে। শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও রোববার (৪ আগস্ট) থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন তারা।
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী শনাক্ত
- ছাত্র-জনতার আন্দোলনে দেবীদ্বারের ১১ শহীদের বাড়িতে কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ
- ভিক্টোরিয়ার সাবেক অধ্যক্ষ আমীর আলী চৌধুরীর বর্ণাঢ্য জীবন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে হত্যার ঘটনায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন থানা হেফাজতে
- সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন এমডি মুহাম্মদ আব্দুল্লাহ
- কুমিল্লায় ডেভেলপার কোম্পানি ও জমির মালিকদের বিরুদ্ধে গ্রাহকদের হয়রানির অভিযোগ
- বেসরকারি চ্যানেলে বিটিভির সংবাদ সম্প্রচারের বাধ্যবাধকতা থাকছে না
- সংবিধান সংস্কার কমিশনের প্রধান হলেন যিনি
- অপপ্রচারের প্রতিবাদে মুরাদনগরের রামচন্দ্রপুরে মানববন্ধন
- নতুন আঙ্গিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের