চান্দিনায় এসিল্যান্ডের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ৩ অগাস্ট, ২০২৪ ১৭:০০ পি এম
কুমিল্লার চান্দিনায় সহকারী কমিশনার (ভূমি) এর গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে আন্দোলনকারীরা। শনিবার (৩ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা-বাগুর বাসস্ট্যান্ড এলাকায় চট্টগ্রাম অভিমুখী লেনে সরকারি ওই গাড়িতে আগুন দেয়া হয়। এ সময় গাড়িতে থাকা চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৌম্য চৌধুরী ও তার গাড়িচালক দ্রুত নেমে আত্মরক্ষা করেন।স্থানীয় ব্যবসায়ীরা জানান শিক্ষার্থীদের কর্মসূচির সময় চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আন্দোলনকারীদের মাঝে আটকা পড়েন। এ সময় নানা স্লোগান দিয়ে এসিল্যান্ডের গাড়িতে ভাঙচুর চালানো হয়।এক পর্যায়ে গাড়িতে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়া হয়। এতে মহাসড়কের চান্দিনা-বাগুর বাসস্ট্যান্ড থেকে উভয় পাশে অন্তত ২০ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাম্মদ সনজুর মোরশেদ বলেন, মহাসড়ক অবরোধের খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) সৌম্য চৌধুরী ঘটনাস্থলে যান। এ সময় উত্তেজিত হয়ে তার ব্যবহৃত সরকারি গাড়িতে দেন আন্দোলনকারীরা। তবে এ ঘটনায় সৌম্য চৌধুরী অক্ষত রয়েছেন।অভিযুক্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী শনাক্ত
- ছাত্র-জনতার আন্দোলনে দেবীদ্বারের ১১ শহীদের বাড়িতে কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ
- ভিক্টোরিয়ার সাবেক অধ্যক্ষ আমীর আলী চৌধুরীর বর্ণাঢ্য জীবন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে হত্যার ঘটনায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন থানা হেফাজতে
- সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন এমডি মুহাম্মদ আব্দুল্লাহ
- কুমিল্লায় ডেভেলপার কোম্পানি ও জমির মালিকদের বিরুদ্ধে গ্রাহকদের হয়রানির অভিযোগ
- বেসরকারি চ্যানেলে বিটিভির সংবাদ সম্প্রচারের বাধ্যবাধকতা থাকছে না
- সংবিধান সংস্কার কমিশনের প্রধান হলেন যিনি
- অপপ্রচারের প্রতিবাদে মুরাদনগরের রামচন্দ্রপুরে মানববন্ধন
- নতুন আঙ্গিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের