“বাহ্যিক জৌলুস নয়, অন্তরের সততাই সত্য পরিচয়”
- ডেস্ক রিপোর্টার
- প্রকাশ: ১৫ নভেম্বর, ২০২৫ ০০:৩৭ এএম
ডেস্ক : কলাম
বিশ্বের অদৃশ্য নকশায় যেন সর্বদাই এক অব্যক্ত সত্য লুকানো থাকে বাহ্যিক চাকচিক্য যতই চোখ ধাঁধাক, মানুষের প্রকৃত মূল্য লুকিয়ে থাকে তার অন্তরের মাটিতে। সভ্যতার জাঁকজমক, মর্যাদার অলংকার, উচ্চপদস্থ পরিচয়ের বাহার সবই মূলত সমাজ নামের বিশাল নাট্যমঞ্চের সাজসজ্জা; যেখানে মানুষ নিজের মুখোশ তুলে ধরে, আর দর্শকরা তাতে বিশ্বাস করতে শিখে যায়। অথচ গভীর স্তরে নীরবে লুকিয়ে থাকে সেই অপরিহার্য প্রশ্ন: আসল পরিচয় কোথায়? কী দিয়ে পরিমাপ হবে সত্যিকার মানবিকতা? যেমন গামছায় সেলাই নেই বলে তা লুঙ্গি হয় না, তেমনি তোষামোদ আর কৃত্রিম ক্ষমতার প্রদর্শনী কখনো নেতৃত্বে রূপ নেয় না। সরলতার ভাঁজ, উপযোগিতার বুনন এসবই গামছাকে তার প্রকৃত কাজে অর্থবহ করে তোলে; আর সেই গামছার মতোই সমাজে আছেন এমন মানুষ, যারা প্রচারহীন, পদবীহীন, তবুও প্রয়োজনের মুহূর্তে অকৃত্রিম উপকারে জীবনের ওজন বহন করেন।
বিপরীতে দাঁড়িয়ে থাকে আরেক দৃষ্টি ক্ষমতার চারপাশে জমে থাকা চামচাদের উপস্থিতি। তারা নেতৃত্বের গুণ নয়, বরং নেতৃত্বের আলোয় নিজেদের উষ্ণতা পেতে ব্যস্ত। তাদের কথায় সৎ সাহস নেই, কাজে কোনও নৈতিক দৃঢ়তা নেই; আছে শুধু তোষণের রঙিন অভিধান। ফলে তারা নেতা নয়, নেতৃত্বের ছায়াকে ব্যবহার করা ক্ষুদ্র চরিত্রমাত্র। ক্ষমতার কাছে ঘেঁষে থাকা এই প্রবণতা সমাজের সত্যকে বিকৃত করে, মূল্যবোধকে পুড়িয়ে ফেলে, আর সাধারণ মানুষের প্রাপ্য ন্যায়বোধকে অবহেলায় আচ্ছন্ন করে।
সবশেষে বাকি থাকে এক চিরন্তন শিক্ষা: বাহ্যিক জৌলুস মুহূর্তে চোখে পড়ে, কিন্তু অন্তরের সততা যুগের পর যুগ মর্যাদা ধরে রাখে। গামছা তার সরলতায় কাজের, আর চামচা তার তোষণে শূন্য সমাজও ঠিক তেমনই; যেখানে সত্যিকারের শক্তি সাজে নয়, বরং সততায়।
-ছন্দফুল
লেখক ও সাংবাদিক
- বাবরি মসজিদ নির্মাণের জন্য এক ব্যক্তি দিবেন ৮০ কোটি টাকা
- কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বাঁধনের পালাবদল: নতুন নেতৃত্বে মাহমুদা–সাফিন
- লালমাইতে উপজেলা শিক্ষক পরিবারের নামে শিক্ষকদের মতবিনিময় সভা, অবগত নয় মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিস
- আইএলটিএস এ অনন্য অবদানের জন্য "Star Performer -2025" পুরস্কারে ভূষিত হলো FM Method Cumilla.
- মহড়ার সময় ট্যাঙ্ক ডুবে ভারতীয় সেনা অফিসারের মর্মান্তিক মৃত্যু
- বেগম জিয়াকে লন্ডনে নিতে ঢাকায় আসছেন ডা. জোবাইদা রহমান
- খালেদাকে বহন করা এয়ার এম্বুলেন্সে থাকছে যে সব সুবিধা
- রায়ের পর ভূমিকম্প 'আল্লাহর গজব' বল্লেন শেখ হাসিনা
- কুমিল্লায় জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত
- জামায়াতের ওষুধ হলো আওয়ামী লীগ : মির্জা আব্বাস