মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫,

শিরোনাম :
  • যথাযোগ্য মর্যাদায় কুমিল্লা মুক্ত দিবস পালিত কুমিল্লা–৬ আসনে গণসংযোগ ও মানবিক সহায়তা কার্যক্রম যুবকদের হতাশার দিন শেষ  কেউ বেকার থাকবে না— কাজী দ্বীন মোহাম্মদ নাঙ্গলকোটে কৃষক পরিবারের জমি দখলের অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে  চুরির মামলায় সাজাপ্রাপ্ত আসামী ফরিদ আমিন গণঅধিকারের এমপি প্রার্থী! খাদ্য মজুদ যা থাকার কথা তার চেয়ে বেশি আছে: কুমিল্লায় খাদ্য উপদেষ্টা রাত পোহালেই কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে শিক্ষক পরিষদ নির্বাচন চান্দিনায় দুই সন্তানের জননীকে হত্যার অভিযোগ; স্বামী আটক কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে রসায়ন সমিতির সভাপতি আরিফুল, সম্পাদক আকাশ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে রসায়ন সমিতির সভাপতি আরিফুল, সম্পাদক আকাশ জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা
  • ভিক্টোরিয়া কলেজে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত

    ভিক্টোরিয়া কলেজে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
    ছবি: কুমিল্লা মেইল

    ভিক্টোরিয়া প্রতিনিধি।। গৌরব ও সংগ্রামের প্রতীক মহান ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ দিনব্যাপী কর্মসূচি আয়োজনের মধ্যদিয়ে দিবসটি পালন করছে।

    মঙ্গলবার (৫ আগস্ট) সকালে সূর্যোদয়ের সাথে সাথে কলেজের উচ্চমাধ্যমিক ও ডিগ্রি শাখায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির শুভ সূচনা হয়।

    সকাল ৯টায় কুমিল্লার শহীদ মাসুম মিয়ার কবরে কলেজ অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারী ও কলেজের সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের কবর জেয়ারতের পর পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

    বেলা ১০টায় ডিগ্রি শাখার জিয়া অডিটোরিয়ামে অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল বাশার ভূঁঞার সভাপতিত্বে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে “Spotlight on July Heroes” শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন কলেজ উপাধ্যক্ষ, শিক্ষক পরিষদ, সকল বিভাগীয় প্রধান, শিক্ষকমন্ডলী, জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণ করার শিক্ষার্থী, কলেজের সামাজিক সংগঠনসহ প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

    আলোচনা সভায় জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেয়া শিক্ষার্থীরা স্মৃতিচারণ করেন। এসময় তারা আন্দোলনের ভয়াল দিনগুলোর তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করেন। এসময় আরো আরো বক্তব্য রাখেন কলেজ উপাধ্যক্ষ ড. আব্দুল মজিদ, শিক্ষক পরিষদের সম্পাদক গাজী সোহরাব হোসেন। 

    অনুষ্ঠানে সভাপতিত্বের বক্তব্যে কলেজ অধ্যক্ষ বলেন,“জুলাই গণঅভ্যুত্থানে তরুণরা দেশকে বাঁচাতে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল। অন্যায়ের বিরুদ্ধে সাহসিকতা দেখিয়েছে। আমাদের হৃদয় জাগ্রত রাখতে হবে। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার পথে সবাইকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।” তিনি আরও বলেন, “আমরা বারবার ইতিহাস ভুলে যাই বলেই আবারও বিপর্যয়ের মুখোমুখি হই। ঐক্যবদ্ধ প্রচেষ্টায়ই গড়া সম্ভব নতুন বাংলাদেশ।”

    অনুষ্ঠান শেষে জুলাই গণ-অভ্যুত্থানের অংশ নেয়া ভিক্টোরিয়ার ১৪ শিক্ষার্থীকে জাতীয় পতাকার মাধ্যমে তাদের জুলাই যোদ্ধা হিসেবে সম্মাননা প্রদান করেন।

    পরে বাদ যোহর কলেজের মসজিদগুলোতে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


    add