শুক্রবার, ২১ মার্চ ২০২৫,

শিরোনাম :
  • গাজায় গণহত্যার প্রতিবাদে কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ তনুর ৯ম মৃত্যুবার্ষিকীতে ভিসিটির সভা ও দোয়া মাহফিল কুমিল্লায় হাসনাত আবদুল্লাহ বললেন- চাঁদাবাজ-দখলদারদের পুলিশে দিন নোবিপ্রবি শিক্ষার্থীর গবেষণা নিজের নামে প্রকাশের অভিযোগ কুবি শিক্ষকের বিরুদ্ধে  বরুড়ায় আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন  এনডিএফ কুমিল্লা শাখার ইফতার মাহফিল কুমিল্লা আইডিয়াল কলেজ রোভার স্কাউট গ্রুপ কমডেকায় অংশগ্রহণকারীদের সনদ প্রদান তিতাসের ৪নং ওয়ার্ড জামায়ায়াতের ইফতার মাহফিল লাকসামে নারীকে দলবেঁধে ধর্ষণ।।গ্রেফতার-৫ কুমিল্লায় মৃত ব্যক্তিকে ৩ দিন আইসিইউতে রেখে চিকিৎসা দেয়ার অভিযোগ
  • তরুণদের মাধ্যমে আগামী প্রজন্ম পাবে সুন্দর বাংলাদেশ- কুমিল্লার জেলা প্রশাসক আমিরুল কায়ছার 

    তরুণদের মাধ্যমে আগামী প্রজন্ম পাবে সুন্দর বাংলাদেশ-  কুমিল্লার জেলা প্রশাসক আমিরুল কায়ছার 
    ছবি- কুমিল্লা মেইল

     আবু সাঈদ: তরুণদের মাধ্যমে আগামী পাবে সুন্দর বাংলাদেশ। এমন মন্তব্য করেছেন কুমিল্লার জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার। বৃহস্পতিবার (০৬ ফেব্রæয়ারি) দুপুরে কুমিল্লার চান্দিনা উপজেলা প্রশাসন আয়োজিত তারুণ্যেে উৎসব উদযাপন উপলক্ষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হাসান, উপজেলা প্রকৌশলী মুহাম্মদ রাকিবুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা খন্দকার। 
    জেলা প্রশাসক বলেন, শুধু বড় বড় ভবন মানেই উন্নয়ন নয়। আবার উন্নয়ন মানে এই নয় আগের প্রজন্ম পাটের ব্যাগ ব্যবহার করতো আর আমরা পলিথিন ব্যাগ ব্যবহার করবো। মূলত উন্নয়ন হবে কালচারে ও মাইন্ডসেটে। আমাদেরকে পরিবেশ রক্ষা করতে হবে। পরবর্তী প্রজন্মকে বাঁচাতে হবে। আমাদের মাটি, বাতাস দূষিত হয়ে গেলে আমরা বেশিদিন বাঁচব না। পরিবেশকে রক্ষার জন্য আমাদের জীবনে কিছু পরিবর্তন আনতে হবে।
    তিনি আরও বলেন, তরুণরা যা পারে প্রবীণরা তা পারে না। এটা পরীক্ষিত সত্য। তবে তরুণদের যথাযথ গাইড করতে হবে। বুঝাতে হবে একটা রাষ্ট্র কিভাবে চলে। একটা দেশ কিভাবে পরিচালিত হয়। আবেগের পাশাপাশি জ্ঞান অর্জন করতে হবে। তারুণ্যের শক্তি দিয়ে স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে। আমার বিশ্বাস, তাদের হাত দিয়ে আমরা কাক্সিক্ষত বাংলাদেশ পাবো।
    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (গোপনীয়) আব্দুল্লাহ আল নূর আশেক, সহকারী কমিশনার ফাইয়াজ খান, সহকারী কমিশনার রাফিদ খান,সহকারী কমিশনার মালিহা সুলতানা, চান্দিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুর রহমান, উপজেলা কৃষি অফিসার মোরশেদ আলম, উপজেলা যুব উন্নয়ন অফিসার শফিকুল ইসলাম, সমাজসেবা অফিসার নাছিমা আক্তার, চান্দিনা পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো. ইউসুফ আলী, কুটুম্বপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল কবির ও চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার সরকার প্রমুখ।


    add