সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫,

শিরোনাম :
  • জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা বাবরি মসজিদ নির্মাণের জন্য এক ব্যক্তি দিবেন ৮০ কোটি টাকা কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বাঁধনের পালাবদল: নতুন নেতৃত্বে মাহমুদা–সাফিন লালমাইতে উপজেলা শিক্ষক পরিবারের নামে শিক্ষকদের মতবিনিময় সভা, অবগত নয় মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিস আইএলটিএস এ অনন্য অবদানের জন্য "Star Performer -2025" পুরস্কারে ভূষিত হলো FM Method Cumilla. মহড়ার সময় ট্যাঙ্ক ডুবে ভারতীয় সেনা অফিসারের মর্মান্তিক মৃত্যু বেগম জিয়াকে লন্ডনে নিতে ঢাকায় আসছেন ডা. জোবাইদা রহমান খালেদাকে বহন করা এয়ার এম্বুলেন্সে থাকছে যে সব সুবিধা রায়ের পর ভূমিকম্প 'আল্লাহর গজব' বল্লেন শেখ হাসিনা কুমিল্লায় জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত
  • যেকোনো ষড়যন্ত্র মোকাবেলার ঘোষণা কুমিল্লার শিক্ষার্থীদের

    যেকোনো ষড়যন্ত্র মোকাবেলার ঘোষণা কুমিল্লার শিক্ষার্থীদের
    ছবি- কুমিল্লা মেইল

    রশি লাগলে রশি নে, হাসিনারে ফাঁসি দে’ আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে' এমন নানান স্লোগানে উত্তাল হয়ে উঠেছিল কুমিল্লা নগরী।বুধবার রাতে সাড়ে ৯টায় নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে এই বিক্ষোভ সমাবেশ হয়। এর আয়োজন করে কুমিল্লা মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় কুমিল্লা মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরাসহ নগরীর বিভিন্ন ওয়ার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।দেখে যায়, কান্দিরপাড় পূবালী চত্বরের জায়ান্ট স্ক্রিনে চলছে জুলাই গণহত্যার ভিডিও চিত্র। ভিডিওতে ফুটে উঠেছে জুলাই-আগস্টে ছাত্র জনতার উপর হামলা, গুম-খুন, নির্যাতন, গুলিবর্ষণসহ গ্রেফতারের চিত্এ সময় মিছিল নিয়ে লিবার্টি চত্বর, পূবালী চত্বরসহ নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভকারীরা। পরে টাউন হলে মাঠে গিয়ে এই মিছিল শেষ হয়। এর আগে পূবালী চত্বর বিক্ষোভ হয়। বিক্ষোভে জ্বালাময়ী সব স্লোগান দিয়েছেন বিক্ষোভকারী। তাদের স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠেছিল পুরো কান্দিরপাড় এলাকা। এ সময় বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আবু রায়হান। বক্তব্যে তিনি বলেন, স্বৈরাচারী খুনি হাসিনাসহ তার দলবল বিদেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে। আমরা কুমিল্লা থেকে স্পষ্ট ভাবে বলে দিতে চাই? কোনো ষড়যন্ত্রই এবার কাজ হবে না। কুমিল্লা সব সময় প্রস্তুত স্বৈরাচারী খুনি হাসিনাসহ তার দলবলের ষড়যন্ত্র মোকাবেলা।এ সময় আরো বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহবায়ক অহিত আজোযার, মুখ্য সংগঠক মোস্তফা জিহান, মুখপাত্র জাবেদ আহামেদ ভুইয়া ও যুগ্ম সদস্য সচিব সাফি ফাহিম প্রমুখ। 


    add