বুড়িচংয়ে তানযীমুল উম্মাহ মডেল মাদরাসার উদ্বোধন ও দোয়া মাহফিল
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ৭ ডিসেম্বর, ২০২৪ ১৮:৪১ পি এম
মীর মারুফ তাসিন।। কুমিল্লা বুড়িচং উপজেলার সদরে তানযীমুল উম্মাহ মডেল মাদরাসার উদ্বোধন উপলক্ষে পূর্বপাড়ায় মাদরাসা মাঠ প্রাঙ্গণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তানযীমুল উম্মাহ মডেল মাদ্রাসার সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে এবং মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মাহবুবুর আলম সরকারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তামিরুল মিল্লাত কামিল মাদরাসার টঙ্গী শাখার অধ্যক্ষ আল্লামা ড. মাওলানা হিফজুর রহমান। প্রধান আলোচক ছিলেন কুমিল্লা দারুল ইহসান ট্রাস্টের সহ-সভাপতি অধ্যাপক আব্দুল মতিন। প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক অ্যাডভোকেট ড. মো. মোবারক হোসাইন। বক্তারা বলেন,মাদরাসাগুলো হচ্ছে দ্বীনি শিক্ষা গ্রহণের সবচেয়ে বড় মাধ্যম। যেখানে দ্বীনি শিক্ষার আলো ছড়ায় এবং আখেরাতে সম্পদ সঞ্চয় করে। সন্তানকে আদর্শবান মানুষ হিসেবে তৈরি করতে চাইলে আপনার আদরের সন্তানকে মাদ্রাসায় দিন। হয়তো এই সন্তানই একদিন আপনার জানাজার নামাজ পড়াবে ও আপনার জন্য দোয়া করবে। আর অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ালেখা করালে আদর্শবান মানুষ হওয়া কঠিন।। কারণ তার মধ্যে কুরআন হাদিসের কোন জ্ঞানই থাকবে না। অনুষ্ঠানে বিশেষ ছিলেন, আড়াইবাড়ী সাঈদীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মুফতি মাওলানা মো. আমিনুল ইসলাম, কুমিল্লা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুল হান্নান, ব্রাহ্মণপাড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী, ইসলামী সমাজকল্যাণ সংস্থা বুড়িচং উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মো. অহিদুর রহমান, তানযীমুল উম্মাহ মডেল মাদ্রাসার সদস্য সচিব অধ্যাপক মো. গিয়াস উদ্দিন, বুড়িচং উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. সাইফুল আলম, বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ ওবাইদুস সোবহান মামুন সাঈদী, বুড়িচং মডেল একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কবির হোসেন, তানযীমুল উম্মাহ মডেল মাদ্রাসার ট্রেজারার মো. ফারুক চৌধুরী, জারিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মুমিনুল হক প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মাসুদ মৈশান।
- সড়কে গাড়ি রেখে চালকদের ঘুম।।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট
- বিজ্ঞান ও প্রযুক্তির উদ্ভাবনের মাধ্যমে সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে কুমিল্লা সদর উপজেলায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা।
- ভিক্টোরিয়া কলেজ কর্মচারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো ছাত্রশিবির
- কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত
- ভিক্টোরিয়া কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে ছাত্রদের সংবাদ সম্মেলন
- কুমিল্লায় হাইটেক পার্কের ফ্রিল্যান্সিং বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচীর সার্টিফিকেট বিতরণ
- কুমিল্লায় দৈনিক সংগ্রামের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
- কী করতে চায় জামায়াত
- চান্দিনায় মানবতা সংগঠনের কমিটি গঠন
- চান্দিনার রসুলপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চার তলা ভবনের উদ্বোধন