কুমিল্লার ধনুয়াখলায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে কুরআন প্রেমীদের ঢল
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ৫ ডিসেম্বর, ২০২৪ ২১:৪৮ পি এম
অর্ধ লক্ষাধিক মানুষের সমাগম। তারপরও পিনপতন নিরবতা। অপেক্ষা বিশ্ব বরেণ্য ক্বারীদের আগমনের। তাদের দর্শন পেতে বিকাল থেকেই ঢল নামে কোরআন প্রেমী জনতার। মঙ্গলবার (০৪ ডিসেম্বর) কুমিল্লার আদর্শ সদর উপজেলার ধনুয়াখলা গ্রামে আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত সংস্থা (ইক্বরা) ও কুমিল্লা আল কোরআন একাডেমির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-হিফজুল কুরআন প্রতিযোগিতা। একটি প্রত্যন্ত অঞ্চলে এতো বিশাল আয়োজন হলেও এটি ছিলো আন্তর্জাতিক মানের অনুষ্ঠান। তাই আশপাশের এলাকা সৈয়দপুর, কালিরবাজর, কাবিলা, মনষাশন ও কমলাপুর ছাড়াও জেলার বিভিন্ন এলাকার মানুষের উপস্থিতিতে তিল ধারনের ঠাঁই ছিলো না। বিশাল সামিয়ানায় নারী-পুরুষের জন্য করা আলাদা দুইটি পান্ডেল ছিলো কানায় কানায় পূর্ণ। এর বাইরেও আশপাশের কয়েক কিলোমিটার শুধু মানুষ আর মানুষ। বিকাল থেকেই দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে রাত ৮টায় একে একে মঞ্চে উঠলেন আমন্ত্রিত কোরআনের তারকারা। প্রথমে সংগীত শিল্পী ওবায়দুল্লাহ তারেকের মোহনীয় ইসলামী সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় মূল আয়োজন। এরপর ধারাবাহিকভাবে ক্বিরাত পরিবেশন করেন মরক্বোর ক্বারী ইলিয়াস আল মিহয়াউঈ, পাকিস্তানের ক্বারী হাম্মাদ আনওয়ার নাফীসী, বাংলাদেশের ক্বারী শাইখ আহমাদ বিন ইউসুফ আযহারী ও মিসরের শারক্বাউঈ। তাদের দরাজকণ্ঠের তেলাওয়াতে অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন। হৃদয়গ্রাহী তেলোয়াতে চারিদিকে আল্লাহ আকবার ধ্বনি উচ্চারিত হয়। সূরের মুর্ছনায় অনেকে ফুল ছিটিয়ে ক্বারীদের প্রতি অসীম ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটান। ব্যতিক্রমী এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট মুফাসিসর সাইয়্যেদ কামালুদ্দিন জাফরী। আমন্ত্রিত অতিথি ছিলেন- তামিরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গী শাখার অধ্যক্ষ মাওলানা ড. হিফজুর রহমান, ঢাকার নেছারিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুফতি শরীফ মোহাম্মদ আবু হানিফ, আলেখারচর দক্ষিণ পাড়া জামে মসজিদের খতিব ইব্রাহিম খলিল আহমাদী, ধনুয়াখলা আহমদিয়া ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মুফতি মোহাম্মদ আবদুর রহমান, নিবরাসের পরিচালক মাওলানা হাফেজ মো. মাজহারুল ইসলাম। অলিউল্লাহ মাস্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলা আহ্বায়ক হাজী আমিন-উর রশিদ ইয়াছিন, মহানগরী জামায়াতের নায়েবে আমির অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, কুমিল্লা ট্রমা সেন্টারের এমডি প্রফেসর ডা. আবদুল হক, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মদ মুজাহিদুল ইসলাম ও বিশিষ্ট ব্যবসায়ী মুন্সী ফয়েজ আহমেদ প্রমুখ। ধনুয়াখলা এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতায় প্রথম স্থান ৫০ হাজার, দ্বিতীয় স্থান ৩০ হাজার ও তৃতীয় স্থান অর্জনকারীদের দেয়া হয় ২০ হাজার টাকা করে।
- জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা
- বাবরি মসজিদ নির্মাণের জন্য এক ব্যক্তি দিবেন ৮০ কোটি টাকা
- কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বাঁধনের পালাবদল: নতুন নেতৃত্বে মাহমুদা–সাফিন
- লালমাইতে উপজেলা শিক্ষক পরিবারের নামে শিক্ষকদের মতবিনিময় সভা, অবগত নয় মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিস
- আইএলটিএস এ অনন্য অবদানের জন্য "Star Performer -2025" পুরস্কারে ভূষিত হলো FM Method Cumilla.
- মহড়ার সময় ট্যাঙ্ক ডুবে ভারতীয় সেনা অফিসারের মর্মান্তিক মৃত্যু
- বেগম জিয়াকে লন্ডনে নিতে ঢাকায় আসছেন ডা. জোবাইদা রহমান
- খালেদাকে বহন করা এয়ার এম্বুলেন্সে থাকছে যে সব সুবিধা
- রায়ের পর ভূমিকম্প 'আল্লাহর গজব' বল্লেন শেখ হাসিনা
- কুমিল্লায় জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত