শুক্রবার, ২০ জুন ২০২৫,

শিরোনাম :
  • ভিক্টোরিয়ার ছায়ায় সিয়ামের স্বপ্ন: এক গ্লাস লেবুর শরবতে জীবনের গল্প কুমিল্লায় এসএসসি ১৯৯৫ বন্ধুদের মিলনমেলা ও চা-আড্ডা চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের ৩৯ বছরে পদার্পণে আনন্দ ভ্রমণ ও প্রশিক্ষণ কর্মশালা লালমাইয়ে বিএনপি নেতা মোবাশ্বরের গাড়ি ভাঙচুরের ঘটনায় ৮ জনের বিরুদ্ধে মামলা চৌদ্দগ্রামে জামায়াতের নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ কুমিল্লা দক্ষিণ জেলা শিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি  বৃক্ষরোপণ-আলোচনার মধ্য দিয়ে কুমিল্লায় আমজনগণ পার্টির কাজ শুরু অবশেষে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের কমিটি স্থগিত কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে ঈদের দিন ছাত্রশিবিরের মধ্যাহ্নভোজ আয়োজন  আইন ও সাংবাদিকতায় তাপস চন্দ্র সরকারের অনন্য পথচলা
  • সভাপতি এনামুল, সম্পাদক সাব্বির 

    ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের নতুন কমিটি

    ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের নতুন কমিটি
    ছবি- সংগৃহীত

    সজিব মাহমুদ:  কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজর একমাত্র নাট্য সংগঠন ভিক্টোরিয়া কলেজ থিয়েটার(ভিসিটি)'র ২০২৪-২০২৫ কমিটিতে, এনামুল হককে সভাপতি সাব্বির আহমেদ কে, সাধারণ  সম্পাদক নির্বাচন  করে ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর ভিসিটি'র মহড়া কক্ষে ঘোষণা করেন ভিসিটি'র প্রধান উপদেষ্টা প্রফেসর জীতেন্দ্রনাথ তরফদার। ২০২৩-২৪ কার্যবর্ষের সভাপতি পৃথুল দাস ও ভিসিটি'র প্রধান শিক্ষক উপদেষ্টা জীতেন্দ্রনাথ তরফদার অধ্যক্ষ বরাবর উক্ত কমিটির তালিকা  সুপারিশ করে। কলেজ অধ্যক্ষ এবং ভিসিটির প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর আবুল বাশার ভূঁঞা কমিটি অনুমোদন করেন।ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের প্রধান উপদেষ্টা জীতেন্দ্রনাথ তরফদার ভিসিটি'র গঠনতন্ত্র মহড়া কক্ষে পাঠ করে সবার দায়িত্ব বুঝিয়ে দেন। ভিসিটি'র ২০২৪-২৫ কার্যকরী কমিটির সভাপতি  এনামুল হক, সহ-সভাপতি- মেঘা পাল, সাধারণ সম্পাদক - সাব্বির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক-  খাদিজা আক্তার,  সাংগঠনিক সম্পাদক হাসিবুল ইসলাম, সহ-সাংগঠনিক পূজা রানী পূজা ,অর্থ-সম্পাদক অনিক দেব,প্রচার সম্পাদক- মাকসুদা সুলতানা,সহ-প্রচার সম্পাদক  ফয়সাল আহমেদ, দপ্তর সম্পাদক -লোপা অধিকারী, প্রশিক্ষণ সম্পাদক- ঈশীতা ইশরাত , সহ-প্রশিক্ষণ- সম্পাদক  দীপিতা রায়,সাংস্কৃতিক সম্পাদক অধরা কর ,আপ্যায়ন সম্পাদক ফয়সাল আফ্রিদি।  নির্বাহী সদস্য -১ সিনথিয়া জাহান , নির্বাহী সদস্য-২ সালমা আক্তার, নির্বাহী সদস্য-৩ মারজান, নির্বাহী সদস্য-৪ সুইটি রানী মজুমদার, নির্বাহী সদস্য-৫ সাগর বর্মন,নির্বাহী সদস্য-৬ উম্মে হাবিবা, নির্বাহী সদস্য-৭ শশী মাহমুদ দীনা।  উল্লেখ্য, সদ্য বিদায়ী  ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের  সভাপতি পৃথুল দাস এবং সাধারণ সম্পাদক লিটন মিয়া কে ছাত্র উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।


    add