ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের নতুন কমিটি
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ৪ অক্টোবর, ২০২৪ ১৯:০০ পি এম
সজিব মাহমুদ: কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজর একমাত্র নাট্য সংগঠন ভিক্টোরিয়া কলেজ থিয়েটার(ভিসিটি)'র ২০২৪-২০২৫ কমিটিতে, এনামুল হককে সভাপতি সাব্বির আহমেদ কে, সাধারণ সম্পাদক নির্বাচন করে ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর ভিসিটি'র মহড়া কক্ষে ঘোষণা করেন ভিসিটি'র প্রধান উপদেষ্টা প্রফেসর জীতেন্দ্রনাথ তরফদার। ২০২৩-২৪ কার্যবর্ষের সভাপতি পৃথুল দাস ও ভিসিটি'র প্রধান শিক্ষক উপদেষ্টা জীতেন্দ্রনাথ তরফদার অধ্যক্ষ বরাবর উক্ত কমিটির তালিকা সুপারিশ করে। কলেজ অধ্যক্ষ এবং ভিসিটির প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর আবুল বাশার ভূঁঞা কমিটি অনুমোদন করেন।ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের প্রধান উপদেষ্টা জীতেন্দ্রনাথ তরফদার ভিসিটি'র গঠনতন্ত্র মহড়া কক্ষে পাঠ করে সবার দায়িত্ব বুঝিয়ে দেন। ভিসিটি'র ২০২৪-২৫ কার্যকরী কমিটির সভাপতি এনামুল হক, সহ-সভাপতি- মেঘা পাল, সাধারণ সম্পাদক - সাব্বির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক- খাদিজা আক্তার, সাংগঠনিক সম্পাদক হাসিবুল ইসলাম, সহ-সাংগঠনিক পূজা রানী পূজা ,অর্থ-সম্পাদক অনিক দেব,প্রচার সম্পাদক- মাকসুদা সুলতানা,সহ-প্রচার সম্পাদক ফয়সাল আহমেদ, দপ্তর সম্পাদক -লোপা অধিকারী, প্রশিক্ষণ সম্পাদক- ঈশীতা ইশরাত , সহ-প্রশিক্ষণ- সম্পাদক দীপিতা রায়,সাংস্কৃতিক সম্পাদক অধরা কর ,আপ্যায়ন সম্পাদক ফয়সাল আফ্রিদি। নির্বাহী সদস্য -১ সিনথিয়া জাহান , নির্বাহী সদস্য-২ সালমা আক্তার, নির্বাহী সদস্য-৩ মারজান, নির্বাহী সদস্য-৪ সুইটি রানী মজুমদার, নির্বাহী সদস্য-৫ সাগর বর্মন,নির্বাহী সদস্য-৬ উম্মে হাবিবা, নির্বাহী সদস্য-৭ শশী মাহমুদ দীনা। উল্লেখ্য, সদ্য বিদায়ী ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের সভাপতি পৃথুল দাস এবং সাধারণ সম্পাদক লিটন মিয়া কে ছাত্র উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
- কুমিল্লার ৩নং দুর্গাপুর দক্ষিণ মডেল ইউনিয়নের ৪ নং ওয়ার্ড জামায়াতের সাধারণ সভা
- আইভীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- একুশে বইমেলা নিয়ে যে সিদ্ধান্ত জানালো সংস্কৃতি মন্ত্রণালয়
- কুমিল্লার মাঠে মাঠে সোনালী উৎসব
- দাউদকান্দিতে বাগান থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ট্রাইব্যুনালে ৯ জনের বিরুদ্ধে পা হারানো সেই লিমনের অভিযোগ
- বুড়িচংয়ের ভরাসার ইঞ্জিনিয়ার এরশাদ গার্লস হাইস্কুলে বাংলাদেশ স্কাউটসের ডে ক্যাম্প
- কুমিল্লা মহানগরী জামায়াতের মজলিসে শূরার প্রথম অধিবেশন
- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে টেন্ডার ছাড়াই গাছ কাটার অভিযোগ
- কুমিল্লা অঞ্চলে শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক ধারার স্বপ্ন দেখেছেন একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক অজিত কুমার গুহ