অপপ্রচারের প্রতিবাদে মুরাদনগরের রামচন্দ্রপুরে মানববন্ধন
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১৮ সেপ্টেম্বর, ২০২৪ ১৬:০৭ পি এম
এতিমখানার ৮ লাখ টাকা আত্মসাৎ, মিথ্যা সংবাদ প্রকাশ ও সদস্য সচিবকে বাদ দিয়ে মাদ্রাসার কমিটি প্রকাশের প্রতিবাদে মানববন্ধন করেছেন রামচন্দ্রপুর এলাকাবাসী। বুধবার (১৮ সেপ্টেম্বর) রামচন্দ্রপুর বাজারে মানববন্ধন করেন মুরাদনগরের ১২নং রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নবাসী। মানববন্ধন বক্তারা বলেন, মুরাদনগরের রামচন্দ্রপুর ইউনিয়নের বাসিন্দা মোল্লা গোলাম মহিউদ্দিন অভিজাত পরিবারের সদস্য। এ অঞ্চল উন্নয়ন, শিক্ষায় তার অবদান চার দশকের। তিনি তার বাবার নামে রামচন্দ্রপুর সোনামিয়া মোল্লা দারুল উলুম দাখিল ও হাফেজিয়া মাদ্রাসা করেছেন। তাকে ও বিএনপিকে নিয়ে অপপ্রচার করছে কিছু ব্যক্তি ও মিডিয়া। ব্যক্তি জীবনে কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ একজন বিশ্বস্ত সহচর। অভিযুক্ত অ্যাডভোকেট মোহাম্মদ শাহ আলম গং গত ১০ সেপ্টেম্বর হযরত খালিদ বিন ওয়ালিদ রা. মাদরাসার সঞ্চয়ী হিসাব নম্বর থেকে ৮ লাখ ৭২ হাজার টাকা তুলে নিয়েছে। তার সহযোগিতায় রামচন্দ্রপুর সোনামিয়া মোল্লা দারুল উলুম দাখিল মাদ্রাসায় সদস্য সচিব ছাড়া কমিটি করা হয়েছে। যা অবৈধ। নিয়মানুসারে প্রতিষ্ঠান প্রধান হবেন কমিটির সদস্য সচিব। বক্তব্য রাখেন অধ্যাপক আ. মজিদ কলেজের অধ্যক্ষ ফেরদৌস আহাম্মদ চৌধুরী, রামচন্দ্রপুর রামকান্ড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তাজুল ইসলাম, আকাব্বরের নেছা উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন, রামচন্দ্রপুর সোনামিয়া মোল্লা দারুল উলুম দাখিল ও হাফেজিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা মোস্তফা কামাল, রামচন্দ্রপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার বাবুল, রামচন্দ্রপুর উত্তর দক্ষিণ ইমাম ওলেমা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা আবু হানিফ, রামচন্দ্রপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি ডা. সেলিম খাঁন, সাধারণ সম্পাদক সেলিম সারোয়ার, রামচন্দ্রপুর প্রভাতী কে.জি স্কুলের প্রধান শিক্ষক প্রফেসর মশিউর রহমান, মাওলানা মো. মেহেদী হাসান, ব্যারিষ্টার আব্দুল বাতেন, সুবল চন্দ্র বনিকসহ এলাকাবাসী।
- কুমিল্লায় দুর্গা পূজায় মাঠে থাকবে ৮২ প্লাটুন বিজিবি
- শিক্ষার্থীদের ওপর হামলায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা দিয়ে ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের কমিটি!
- কুমিল্লায় ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
- ভোটাধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে-দেবীদ্বারে ব্যারিস্টার রেজভীউল আহসান মুন্সী
- ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান
- এক কিলোমিটার নৌকায় বহন করে মরদেহ দাফন
- চৌদ্দগ্রামে ট্রেনে কাটা পড়ে কলেজ ছাত্রের প্রাণহানি
- ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের নতুন কমিটি
- শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হলেন জাতিসংঘ মহাসচিব
- কুমিল্লার জেলা প্রশাসকের সাথে সংস্কৃতি প্রতিনিধিদের সাক্ষাৎ