শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, , ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী শনাক্ত ছাত্র-জনতার আন্দোলনে দেবীদ্বারের ১১ শহীদের বাড়িতে কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ভিক্টোরিয়ার সাবেক অধ্যক্ষ আমীর আলী চৌধুরীর বর্ণাঢ্য জীবন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে হত্যার ঘটনায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন থানা হেফাজতে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন এমডি মুহাম্মদ আব্দুল্লাহ কুমিল্লায় ডেভেলপার কোম্পানি ও জমির মালিকদের বিরুদ্ধে গ্রাহকদের হয়রানির অভিযোগ বেসরকারি চ্যানেলে বিটিভির সংবাদ সম্প্রচারের বাধ্যবাধকতা থাকছে না সংবিধান সংস্কার কমিশনের প্রধান হলেন যিনি অপপ্রচারের প্রতিবাদে মুরাদনগরের রামচন্দ্রপুরে মানববন্ধন নতুন আঙ্গিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের
  • পুরোদমে সচল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

    পুরোদমে সচল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক
    ছবি- সংগৃহীত

    ধীরে ধীরে চিরচেনা রূপে ফিরছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক।ট্রাক, কাভার্ডভ্যান, লরি ও পণ্য পরিবহনকারী যানবাহনসহ দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচলও মোটামুটি স্বাভাবিক।এসব পরিবহন নিরাপদে গন্তব্যে পৌঁছাতে মহাসড়কে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এতে স্বস্তিতে যাত্রী, চালক এবং শ্রমিকরা। শনিবার (২৮ জুলাই) সরেজমিনে ঘুরে দেখা যায়, দাউদকান্দি থেকে মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম পর্যন্ত ১০৪ কিলোমিটার সড়কের কোথাও কোনো দুর্ভোগ নেই। গত এক সপ্তাহের সুনসান নিরবতা শেষে পুরোদমে চলছে যানবাহন। তবে এখনও বাড়েনি যাত্রীদের চাপ। অবশ্য নির্দিষ্ট সময়েই গন্তব্যে যাচ্ছে যাত্রীবাহী বাস। চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া পণ্য পরিবহনগুলোও কুমিল্লা অতিক্রম করছে স্বাভাবিকভাবে। একই দৃশ্য কুমিল্লা-নোয়াখালী, কুমিল্লা-চাঁদপুর ও কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কেও। যাত্রী-চালকদের নিরাপত্তায় হাইওয়ে পুলিশের সাথে টহলে রয়েছে জেলা পুলিশ এবং অন্যান্য বাহিনীর সদস্যরা। চট্টগ্রাম থেকে ঢাকাগামী পণ্যবাহী গাড়ি চালক জালাল আহমেদ বলেন, নির্বিগ্নে ফিরছেন। কুমিল্লার ইলিয়টগঞ্জ পর্যন্ত কোনো সমস্যা হয়নি। আরেক যাত্রী সাফায়েত বলেন, এক ধরনের ভীতিকর পরিস্থিতি কাটিয়ে যান চলাচলে মানুষের স্বস্তি ফিরেছে। কুমিল্লার পুলিশ সুপার সাইদুল ইসলাম জানান, যাত্রী ও চালকদের নিরাপত্তা নিয়োজিত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ছাত্র আন্দোলন ঘিরে নাশকতায় জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ। তিনি জানান পাঁচটি মামলায় এখন পর্যন্ত ১১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, সংকট কেটে কুমিল্লায় স্বাভাবিক হতে শুরু হয়েছে জীবনযাত্রা। দেশের লাইফলাইন খ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানবাহনের চলাচল এখন অনেকটাই স্বাভাবিক।

     


    add