বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, , ১১ জ্বমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
  • আইভীর দেশত্যাগে নিষেধাজ্ঞা একুশে বইমেলা নিয়ে যে সিদ্ধান্ত জানালো সংস্কৃতি মন্ত্রণালয় কুমিল্লার মাঠে মাঠে সোনালী উৎসব দাউদকান্দিতে বাগান থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার  ট্রাইব্যুনালে ৯ জনের বিরুদ্ধে পা হারানো সেই লিমনের অভিযোগ বুড়িচংয়ের ভরাসার ইঞ্জিনিয়ার এরশাদ গার্লস হাইস্কুলে বাংলাদেশ স্কাউটসের ডে ক্যাম্প কুমিল্লা মহানগরী জামায়াতের মজলিসে শূরার প্রথম অধিবেশন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে টেন্ডার ছাড়াই গাছ কাটার অভিযোগ কুমিল্লা অঞ্চলে শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক ধারার স্বপ্ন দেখেছেন একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক অজিত কুমার গুহ কুমিল্লার আদালতে সাবেক আইজিপি শহীদুল হক ও সাবেক যুগ্ম-সচিব কিবরিয়াকে মারধরের চেষ্টা, রিমান্ড মঞ্জুর
  • ছেলের বাবা হলেন সেই ’হাবু’

    ছেলের বাবা হলেন সেই ’হাবু’
    ছবি/সংগৃহীত

    পুত্র সন্তানের বাবা হয়েছেন “ব্যাচেলর পয়েণ্টের হাবু খ্যাত অভিনেতা চাষী আলম। বুধবার দিবাগত রাত ৩টায় তাদের ঘর আলোকিত করে এসেছে এক পুত্রসন্তান। অবশ্য ফেসবুকে হঠাৎ করেই ছড়িয়েছে, তিনি কন্যাসন্তানের বাবা হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুলাই) চাষী আলম বলেন, “আলহামদুলিল্লাহ প্রথম সন্তানের বাবা হয়েছি। মা-ছেলের জন্য সবাই দোয়া করবেন, দু’জনই ভালো আছেন। সন্তানের নাম এখনও রাখিনাই। আকিকা দিয়ে তার নাম রাখা হবে।” তবে ভুল তথ্য ছড়ানোয় কিছুটা মন খারাপও তার। কন্যাসন্তান হলেও অবশ্যই খুশি হতেন জানিয়ে চাষী আলম বলেন, “অনেকেই আমার সাথে কথা না বলেই লিখেছেন, আমি মেয়ের বাবা হয়েছি। তার নাম ঠিক করেছি। আসলে তথ্য সত্য নয়। আমি ছেলের বাবা হয়েছি।”চাষী আলম গত বছর ২৫ আগস্ট তুলতুল ইসলামকে বিয়ে করেন। চাষীর স্ত্রী ঢাকারই মেয়ে। স্নাতক সম্পন্ন করছেন।মা হওয়ার পর তুলতুল ইসলাম ফেসবুকে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, “নুর ফারিস্তা।চাষী আলম বলেন, “নুর মানে আলো, ফারিস্তা মানে ফেরেশতা। আমরা তো সব সময়ই বলি, শিশুরা ফেরেশতা। সেই জায়গা থেকেই স্ত্রী শব্দগুলো লিখেছেন। ফেরেশতার আলো। সেটাই অনেকে লিখেছে নাম হিসেবে। বানিয়ে ফেলেছেন মেয়ের নাম ফারিস্তা।”


    add