কুমিল্লাকে ভালো রাখতে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নবাগত পুলিশ সুপার
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১০ জুলাই, ২০২৪ ১৬:৫৩ পি এম

কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম বিপিএম (সেবা), পিপিএম। বুধবার (১০ জুলাই) সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় কুমিল্লার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং দমনে সর্বোচ্চ গুরত্ব দিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন নতুন পুলিশ সুপার।তাছাড়াও চুরি,ডাকাতি, ছিনতাইসহ অপরাধ দমনে কঠোর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন তিনি। এক্ষেত্রে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
পুলিশ সুপার সাইদুল ইসলাম এর আগে পটুয়াখালী জেলা সুপার হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি বলেন, সাংবাদিকরা হচ্ছেন সমাজের দর্পণ। আমরা চাই পুলিশের কেউ কোনো অন্যায় করলে আপনারা সত্য সংবাদটি তুলে ধরবেন। যে সংবাদ ই প্রকাশ হোক, সেটা যেন সত্য হয়। এবার সেটা আমার পক্ষে হোক কিংবা বিপক্ষে হোক। কোনো সংবাদ আমার বিপক্ষে গেলে কখনই আমি মনক্ষুন্ন হবো না। আপনাদের কাজ আপনারা করে যাবেন। আমরা আমাদের কাজ করে যাবো। কুমিল্লাবাসীর উদ্দেশ্যে বলবো, আপনাদের সহযোগিতা ছাড়া আমি কিছু করতে পারবো না। আপনারাও সড়কে ট্রাফিক আইন মেনে চলবেন। আইনের বিরুদ্ধে কাজ করবেন না। আপনাদের সঙ্গে নিয়েই আমি আপনাদের কুমিল্লাকে ভালো রাখতে চাই।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মংনোথোয়াই মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান , অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) নাজমুল হাসান ,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. মতিউর রহমান, কোতোয়ালী মডেল থানার ওসি ফিরোজ হোসেন, ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ বড়ুয়া সহ জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে গণমাধ্যমের পক্ষ থেকে নতুন পুলিশ সুপারকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিকরা।
- বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে কুমিল্লায় এনসিপির বিক্ষোভ মিছিল
- কুমিল্লায় ছাত্রীদের স্বাস্থ্য সচেতনতায় ব্যতিক্রমী আয়োজন
- কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সাবেক আমির অসুস্থ খন্দকার দেলোয়ারের পাশে ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্সের নেতৃবৃন্দ
- চাঁদপুরে দাখিল পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে মাদ্রাসার সুপারসহ আটক তিন
- কুমিল্লায় ট্রেন কেড়ে নিলো তিন যুবকের প্রাণ
- কোন পথে শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ?
- কুবির এ ইউনিটে পাস ৩৪.০৫, সি-তে ৬৯.৭৫
- চৌদ্দগ্রাম উপজেলা শিবির সভাপতি শাহাব উদ্দিন পাটোয়ারী হত্যায় ১৩ জনের বিরুদ্ধে মামলা
- বিশেষ চাহিদা সম্পন্নদের উন্নয়নের অংশীদার না করলে উন্নত সমাজ ও রাষ্ট্র পাওয়া যাবে না- কুমিল্লার জেলা প্রশাসক
