শুক্রবার, ২০ জুন ২০২৫,

শিরোনাম :
  • ভিক্টোরিয়ার ছায়ায় সিয়ামের স্বপ্ন: এক গ্লাস লেবুর শরবতে জীবনের গল্প কুমিল্লায় এসএসসি ১৯৯৫ বন্ধুদের মিলনমেলা ও চা-আড্ডা চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের ৩৯ বছরে পদার্পণে আনন্দ ভ্রমণ ও প্রশিক্ষণ কর্মশালা লালমাইয়ে বিএনপি নেতা মোবাশ্বরের গাড়ি ভাঙচুরের ঘটনায় ৮ জনের বিরুদ্ধে মামলা চৌদ্দগ্রামে জামায়াতের নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ কুমিল্লা দক্ষিণ জেলা শিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি  বৃক্ষরোপণ-আলোচনার মধ্য দিয়ে কুমিল্লায় আমজনগণ পার্টির কাজ শুরু অবশেষে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের কমিটি স্থগিত কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে ঈদের দিন ছাত্রশিবিরের মধ্যাহ্নভোজ আয়োজন  আইন ও সাংবাদিকতায় তাপস চন্দ্র সরকারের অনন্য পথচলা
  • কুমিল্লায় সড়কে লাশ রেখে এলাকাবাসীর বিক্ষোভ

    কুমিল্লায় সড়কে লাশ রেখে এলাকাবাসীর বিক্ষোভ
    ছবি- কুমিল্লা মেইল

    কুমিল্লায় সড়কে লাশ রেখে রাস্তা সম্প্রসারণের দাবিতে এলাকাবাসী বিক্ষোভ করেছে। শনিবার (২৯ জুন) আদর্শ সদর উপজেলার সংরাইশ পশ্চিম পাড়া এলাকার আদর্শ গলিতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে আদর্শ গলিতে মনোয়ারা বেগম নামের এক নারীর মৃত্যু হয়। তার স্বামীর নাম আইয়ুব আলী।এলাকাবাসীর অভিযোগ রাস্তা সরু হওয়ায় লাশের খাটিয়া নিয়ে বের হতে বেগ পোহাতে হচ্ছে। এক পর্যায়ে তারা লাশ আলাদা নিয়ে বের হন এবং সড়কে লাশ রেখেই রাস্তা সম্প্রসারণের দাবিতে বিক্ষোভ করেন। এ সময় বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, সংরাইশ পশ্চিম পাড়ার সাবেক রহিম ডাক্তার গলি ও বর্তমান আদর্শ সদর গলিতে প্রায় দেড়শো থেকে দু'শ জন মানুষ বসবাস করে। কিন্তু রাস্তার অভাবে আমরা এখানে অনেক দুর্বিষহ জীবনযাপন করছি। এই গলির রাস্তা এতোই সরু যে, এখানে একজন অসুস্থ ব্যক্তিকেও আনা-নেয়া করা কষ্টকর হয়ে যাচ্ছে। যে নারী মারা গেছেন, তার লাশ আনার জন্য আমরা কোনো স্ট্রেচার নিতে পারিনি। কোনোভাবে ধরে বের করে নিয়ে আসছি। আমরা এমন দুর্বিষহ জীবন থেকে পরিত্রাণ চাই। বিক্ষোভকারীরা আরও বলেন, এ আদর্শ গলির পশ্চিম অংশের মালিকদের মধ্যে রয়েছেন সাবেক আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান প্রয়াত আবদুল আউয়াল, স্থানীয় রফিক মিয়ার পরিবার ও এম এ হানিফ। তারা যদি সদয় হয়ে আমাদেরকে রাস্তার জায়গা দেন, তাহলে আমরা অসহায় জীবন থেকে বের হতে পারতাম। আমরা মৃত ব্যক্তির লাশ খাটিয়াতে নিয়ে যাতে বের হতে পারি, এমন সুযোগ করে দেবেন। আমরা এর আগেও তাদের কাছে রাস্তার জায়গা চেয়েছিলাম, কিন্তু তারা আমাদেরকে বিভিন্নভাবে তিরস্কার করেছে। আমরা এখন পুনরায় দাবি জানাচ্ছি, তারা যেন আমাদের প্রতি সদয় হোন। তারা যেন দয়া করে জায়গাটা একটু সম্প্রসারণ করে দেন। স্থানীয় বাসিন্দা ডা. জুয়েল বলেন, আমরা এ সমস্যা থেকে পরিত্রাণ চাই। আমরা এর আগে এক ফিট রাস্তা চাইলে, তারা আমাদেরকে দেয়নি। তিরস্কার করেছে নানাভাবে। আমাদেরকে একটু রাস্তা সম্প্রসারণ করে এই কষ্ট থেকে বাঁচানোর অনুরোধ করছি।

     


    add