মালয়েশিয়ায় ব্যাপক ধরপাকড়ে ৮৪ বাংলাদেশিসহ আটক তিন শতাধিক
- ডেস্ক রিপোর্টার
- প্রকাশ: ৯ জুন, ২০২৪ ১০:০১ এএম

মালয়েশিয়ায় ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে। কর্মী নেওয়া বন্ধের পর দেশটিতে এই ধরপাকড় শুরু হলো। গত কয়েক দিনে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের শত শত অভিবাসীকে আটক করা হয়েছে। শনিবার (৮ জুন) জোহর রাজ্যে সাড়াশি অভিযান চালিয়ে ৮৪ বাংলাদেশিসহ তিন শতাধিক অভিবাসীকে আটক করে মালয়েশিয়ার ইমিগ্রেশন।ইমিগ্রেশনের ডেপুটি ডিরেক্টর-জেনারেল (অপারেশন) জাফরি এমবোক গতকাল শনিবার এক বিবৃতিতে বলেন, ড্রোন নজরদারিসহ প্রাথমিক তথ্যে দেখা গেছে, সাড়ে ৮০০ থেকে ১ হাজার অভিবাসীকে ১৩০ কন্টেইনারে রাখা হয়েছিল।
এনফোর্সমেন্ট অফিসার, সিভিল ডিফেন্স ফোর্স, ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট, পিপলস ভলান্টিয়ার কর্পস (রেলা) এবং ন্যাশনাল অ্যান্টি-ড্রাগস এজেন্সিসহ ১৩০ জনের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানকারী দলের আসার গাড়ির শব্দ শুনে আতঙ্কে ছড়িয়ে পড়ে অভিবাসীদের মধ্যে।
দলটি যখন নির্মাণস্থলে অভিযান চালায় তখন মোট ২৫২ জন অভিবাসীকে স্ক্রিন করা হয়। তাদের মধ্যে ১২৯ জনকে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩-এর অধীনে নিয়ম লঙ্ঘন, ওভারস্টে, চাকরি লাভের মাধ্যমে তাদের সামাজিক ভিজিট পাসের অপব্যবহার করে অনুমতি ছাড়াই মালয়েশিয়ায় অবস্থান করার প্রমাণ পাওয়া গেছে।নির্মাণস্থলে আটকদের মধ্যে একজন ৪০ বছর বয়সি মালয়েশিয়ান ছিলেন যিনি অভিযানে আটক ৩০ জন চীনা নাগরিকের অনুবাদক বলে দাবি করেছিলেন। অভিবাসীদের আশ্রয় দেওয়ার জন্য তাকে আটক করা হয়। একই স্থানে আটকদের মধ্যে ৮৪ বাংলাদেশি রয়েছেন। এ ছাড়া ভারতীয়, ইন্দোনেশিয়ান, মিয়ানমার ও পাকিস্তানি নাগরিক রয়েছেন।অভিযানকারী দলটি শহরের কেন্দ্রস্থলে অন্য নির্মাণস্থলে অভিযানের সময় ৭২৫ অভিবাসীকে স্ক্রিন করে। মোট ১৯৮ জনকে দেশে থাকার বৈধ কাগজপত্র দেখাতে না পারায় আটক করা হয়। তাদের মধ্যে বাংলাদেশের একজন ব্যক্তি ছিলেন যিনি গ্রেপ্তার এড়াতে চেষ্টা করেছিলেন।
- কুমিল্লা বোর্ড: এসএসসির মানবিকে ফল বিপর্য়ের নেপথ্যে
- এসএসসিতে কুমিল্লা বোর্ডে পাসের হার ৬৩. ৬০ শতাংশ
- জমজম ট্রাভেলসের আয়োজনে কুমিল্লায় হজ্ব সেমিনার
- কুবি শিবিরের নতুন সভাপতি মাজহার, সেক্রেটারি আবির
- ফের টালমাটাল জাতীয় পার্টি
- দেবিদ্বারে এনসিপির সমন্বয়ক কমিটিতে সাবেক স্বেচ্ছােসেবক লীগ নেতা!
- কুমিল্লা জেলার সীমান্ত এলাকা হতে ৪৭ লক্ষ টাকা মূল্যের চোরাচালানী পণ্য আটক করে বিজিবি
- হাসনাত বললেন- চিপায় পড়ে আমাদের সঙ্গে ভালো ব্যবহার করছেন ডিসি-এসপিরা
- কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর হামলা মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা জলিল মিয়া গ্রেফতার
- শোকাবহ আশুরা আজ
