বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫,

শিরোনাম :
  • বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে কুমিল্লায় এনসিপির বিক্ষোভ মিছিল কুমিল্লায় ছাত্রীদের স্বাস্থ্য সচেতনতায় ব্যতিক্রমী আয়োজন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সাবেক আমির অসুস্থ খন্দকার দেলোয়ারের পাশে ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্সের নেতৃবৃন্দ চাঁদপুরে দাখিল পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে মাদ্রাসার সুপারসহ আটক তিন কুমিল্লায় ট্রেন কেড়ে নিলো তিন যুবকের প্রাণ কোন পথে শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ? কুবির এ ইউনিটে পাস ৩৪.০৫, সি-তে ৬৯.৭৫ চৌদ্দগ্রাম উপজেলা শিবির সভাপতি শাহাব উদ্দিন পাটোয়ারী হত্যায় ১৩ জনের বিরুদ্ধে মামলা বিশেষ চাহিদা সম্পন্নদের উন্নয়নের অংশীদার না করলে উন্নত সমাজ ও রাষ্ট্র পাওয়া যাবে না- কুমিল্লার জেলা প্রশাসক
  • কুমিল্লার ইলিয়টগঞ্জে যুবককে বেধরক মারধরের ভিডিও ভাইরাল

    কুমিল্লার ইলিয়টগঞ্জে যুবককে বেধরক মারধরের ভিডিও ভাইরাল

    কুমিল্লা দাউদকান্দির ইলিয়টগঞ্জে মহিউদ্দিন নামের এক যুবককে ক্রিকেট স্ট্যাম্প ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করেছেন ৮-১০ জন যুবক। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হয়েছে। ইলিয়টগঞ্জ রাবি উচ্চ বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। আহত যুবক মহিউদ্দিন (২৫) দাউদকান্দি উপজেলার মোবারকপুর এলাকার মৃত শহিদ মিয়ার ছেলে। ভুক্তভোগীর বড় ভাই এ ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে শুক্রবার থানায় মামলা দায়ের করেছেন।ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ইলিয়টগঞ্জ রাবি উচ্চ বিদ্যালয়ের মাঠে মহিউদ্দিনের শার্ট খুলে খালি গায়ে ৮-১০ জন যুবক তাকে ক্রিকেট স্টাম্প ও লাঠি দিয়ে পেটাচ্ছে। স্টাম্প ভেঙে গেলে লাঠি দিয়ে পেটায়। এ সময় রক্ষা পেতে অনেক কাকুতি-মিনতি করে কান্নাকাটি করেন। হামলাকারীদের আব্বা ডেকেও নিস্তার পাননি মহিউদ্দিন। এসময় ইলিয়টগঞ্জ রাবি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভয়ে ছুটাছুটি করতে দেখা যায়। বৃহস্পতিবার এই ঘটনা ঘটে।
    আহত মহিউদ্দিন বলেন, বড় ভাই হৃদয়ের ইলিয়টগঞ্জ বাজারে কাপড়ের দোকান রয়েছে। সপ্তাহখানেক আগে স্থানীয় রিফাত আমার ভাইয়ের দোকানে যায়। সেইখানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাইয়ের সাথে রিফাতের তর্কবিতর্ক হয়। আমি দোকানে গিয়ে পরিস্থিতি শান্ত করি। ভাইয়ের উপর ক্ষোভের জেরে বৃহস্পতিবার রিফাতসহ ৮-১০ জন হামলা করে। এ বিষয়ে কুমিল্লা দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাম্মেল হক বলেন,এ ঘটনায় জড়িতদের গ্রেফতার অভিযান চলছে। ভুক্তভোগীর বড় ভাই এ ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেছেন। দ্রুতই আসামিদের গ্রেফতার করা হবে।


    add