শুক্রবার, ২০ জুন ২০২৫,

শিরোনাম :
  • ভিক্টোরিয়ার ছায়ায় সিয়ামের স্বপ্ন: এক গ্লাস লেবুর শরবতে জীবনের গল্প কুমিল্লায় এসএসসি ১৯৯৫ বন্ধুদের মিলনমেলা ও চা-আড্ডা চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের ৩৯ বছরে পদার্পণে আনন্দ ভ্রমণ ও প্রশিক্ষণ কর্মশালা লালমাইয়ে বিএনপি নেতা মোবাশ্বরের গাড়ি ভাঙচুরের ঘটনায় ৮ জনের বিরুদ্ধে মামলা চৌদ্দগ্রামে জামায়াতের নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ কুমিল্লা দক্ষিণ জেলা শিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি  বৃক্ষরোপণ-আলোচনার মধ্য দিয়ে কুমিল্লায় আমজনগণ পার্টির কাজ শুরু অবশেষে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের কমিটি স্থগিত কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে ঈদের দিন ছাত্রশিবিরের মধ্যাহ্নভোজ আয়োজন  আইন ও সাংবাদিকতায় তাপস চন্দ্র সরকারের অনন্য পথচলা
  • কুমিল্লার ইলিয়টগঞ্জে যুবককে বেধরক মারধরের ভিডিও ভাইরাল

    কুমিল্লার ইলিয়টগঞ্জে যুবককে বেধরক মারধরের ভিডিও ভাইরাল

    কুমিল্লা দাউদকান্দির ইলিয়টগঞ্জে মহিউদ্দিন নামের এক যুবককে ক্রিকেট স্ট্যাম্প ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করেছেন ৮-১০ জন যুবক। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হয়েছে। ইলিয়টগঞ্জ রাবি উচ্চ বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। আহত যুবক মহিউদ্দিন (২৫) দাউদকান্দি উপজেলার মোবারকপুর এলাকার মৃত শহিদ মিয়ার ছেলে। ভুক্তভোগীর বড় ভাই এ ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে শুক্রবার থানায় মামলা দায়ের করেছেন।ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ইলিয়টগঞ্জ রাবি উচ্চ বিদ্যালয়ের মাঠে মহিউদ্দিনের শার্ট খুলে খালি গায়ে ৮-১০ জন যুবক তাকে ক্রিকেট স্টাম্প ও লাঠি দিয়ে পেটাচ্ছে। স্টাম্প ভেঙে গেলে লাঠি দিয়ে পেটায়। এ সময় রক্ষা পেতে অনেক কাকুতি-মিনতি করে কান্নাকাটি করেন। হামলাকারীদের আব্বা ডেকেও নিস্তার পাননি মহিউদ্দিন। এসময় ইলিয়টগঞ্জ রাবি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভয়ে ছুটাছুটি করতে দেখা যায়। বৃহস্পতিবার এই ঘটনা ঘটে।
    আহত মহিউদ্দিন বলেন, বড় ভাই হৃদয়ের ইলিয়টগঞ্জ বাজারে কাপড়ের দোকান রয়েছে। সপ্তাহখানেক আগে স্থানীয় রিফাত আমার ভাইয়ের দোকানে যায়। সেইখানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাইয়ের সাথে রিফাতের তর্কবিতর্ক হয়। আমি দোকানে গিয়ে পরিস্থিতি শান্ত করি। ভাইয়ের উপর ক্ষোভের জেরে বৃহস্পতিবার রিফাতসহ ৮-১০ জন হামলা করে। এ বিষয়ে কুমিল্লা দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাম্মেল হক বলেন,এ ঘটনায় জড়িতদের গ্রেফতার অভিযান চলছে। ভুক্তভোগীর বড় ভাই এ ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেছেন। দ্রুতই আসামিদের গ্রেফতার করা হবে।


    add