শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫,

শিরোনাম :
  • কুমিল্লা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ কুমিল্লার তিননদী পরিষদ মঞ্চে ক্যাম্পাস বার্তার গান-কবিতা-নৃত্য পরিবেশনা প্রথম আলো কুমিল্লা বন্ধুসভার ভাষা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন আটক এবার কুমিল্লার আদালত প্রাঙ্গণসহ শেখ মুজিবের দুইটি ম্যুরাল বুলডোজার দিয়ে ভাঙচুর সাংবাদিক নওশাদ কবিরের ৪২তম মৃত্যুবার্ষিকীতে চিত্রাংকন প্রতিযোগিতা তরুণদের মাধ্যমে আগামী প্রজন্ম পাবে সুন্দর বাংলাদেশ- কুমিল্লার জেলা প্রশাসক আমিরুল কায়ছার  কুমিল্লায় অনূর্ধ্ব-১৮ যুব কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন নাঙ্গলকোটে বাবা-মায়ের স্বপ্ন পূরণ করলেন চিকিৎসক দুই ছেলে যেকোনো ষড়যন্ত্র মোকাবেলার ঘোষণা কুমিল্লার শিক্ষার্থীদের
  • কুমিল্লায় বাখরাবাদ গ্যাস কোম্পানির ডিজিএমের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

    কুমিল্লায় বাখরাবাদ গ্যাস কোম্পানির ডিজিএমের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ
    ছবি/সংগৃহীত

    কুমিল্লার বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের রাজস্ব বিভাগের সাবেক উপ-ব্যবস্থাপক (ডিজিএম) ও তার স্ত্রীর বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। সোমবার (৩ জুন) এ অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক ফজলুল হক।মামলার আসামিরা হলেন- কুমিল্লার বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের রাজস্ব বিভাগের সাবেক উপ-ব্যবস্থাপক আব্দুল হাই ভূইঁয়া এবং তার স্ত্রী মিসেস আঞ্জুমান আরা বেগম। তারা বরুড়া উপজেলার আমড়াতলী বড় ভাতুয়া এলাকার বাসিন্দা।দুদক উপ-পরিচালক ফজলুল হক জানিয়েছেন, কুমিল্লা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আতিকুর রহমান মামলাটি দায়ের করেছেন। মামলার এজাহারে বলা হয়, অভিযুক্তরা তাদের দখলে থাকা এক কোটি ৭৭ লাখ ৯৭ হাজার ৭৯৩ টাকা অবৈধভাবে আয় করে ভোগদখলে রেখেছেন। যাতে অভিযুক্ত প্রধান আসামি মিসেস আঞ্জুমান আরা বেগমকে সহযোগিতা করেছেন তার স্বামী কুমিল্লার বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের রাজস্ব বিভাগের উপ-ব্যবস্থাপক (বর্তমানে অবসরপ্রাপ্ত) আব্দুল হাই ভূইঁয়া।

     


    add